চট্টগ্রাম: ঘরে ঘরে গিয়ে কাউকে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবদুল জলিল ম-ল।
তিনি বলেন, ‘চুরি করতে রাতে ব্যাংকের ভেতর ঢুকে চোর যদি ধরা পড়ার ভয়ে কাউকে জবাই করে ফেলে যায়-এ ধরনের পরিস্থিতিকে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না।’
শনিবার দুপুরে সিএমপি কার্যালয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের নিরাপত্তাকর্মীকে খুনের ঘটনায় গ্রেফতারে চারজনকে হাজির করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার আবদুল জলিল ম-ল এসব কথা বলেন।
গত ৭ মে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের গ্রিল কেটে ডাকাতির চেষ্টাকালে দুর্বৃত্তরা ব্যাংকের নৈশপ্রহরী মো. ইব্রাহিমকে গলা কেটে হত্যা করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান