পিরোজপুর: আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, মানবাধিকার রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। যা সংবিধানে সুনির্দিষ্ট করা আছে। রাষ্ট্রের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকতে হবে।
শনিবার দুপুরে পিরোজপুরে ‘মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের করণীয়’ শিরোনামের এক মতবিনিময় সভায় সুলতানা কামাল এ সব কথা বলেন।
স্থানীয় টিআইবি কার্যালয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে রফিকুল ইসলাম পান্নার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, নারী নেত্রী মনিকা মণ্ডল, কাজী রুহিয়া বেগম হাসি, সুজন জেলা সভাপতি সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলী, খায়রুন নাহার রুবি, পিরোজপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম, এ্যাডভোকেট এ্যাডভোকেট শহীদুল্লাহ খান প্রমুখ।
সুলতানা কামাল বলেন, মানবাধিকার লঙ্ঘন রোধ করতে না পারলে মনুষ্য জন্মই বৃথা। দেশে একের পর এক মানবাধিকার লঙ্ঘন ঘটলেও তার কোনো জবাবদিহিতা নেই। কারণ গণতন্ত্রহীনতার মধ্যে বাস করলে জবাবদিহিতা গড়ে ওঠে না।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতি গঠন করে শহীদদের রক্তের ঋণ শোধ করা আমাদের দায়িত্ব। গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সকলের সমান অধিকার প্রতিষ্ঠা ইত্যাদি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আমরা যুদ্ধাপরাধী তথা মানবতাবিরোধীদের বিচার সম্পন্ন করার পক্ষে।
এর আগে সকালে সুলতানা কামাল পিরোজপুর ক্লাব রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে বক্তব্য রাখেন। ঢাকায় গত পহেলা বৈশাখ নারীদের ওপর হামলা ও যৌন নিপীড়ন এবং পরে বেইলী রোডে প্রতিবাদকারী ছাত্র মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শহরের ক্লাব রোডে ‘পাল্টা আঘাত’ নামক সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।