সাতক্ষীরা : নির্বাচনের দাবিতে পদত্যাগ করেছেন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ৯ সদস্য ।
শনিবার বিকেল ৪টার দিকে তারা ওই পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারীরা হলেন, ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি রবিউল ইসলাম, আবু মুছা, যুগ্ম সম্পাদক শাহানুর ইসলাম শাহীন, কাস্টমস বিষয়ক সম্পাদক ইসরাইল গাজী, কাস্টমস বিষয়ক যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, বন্দর বিষয়ক যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম, নির্বাহী সদস্য আশরাফুজ্জামান আশু, রামকৃষ্ণ চক্রবর্তী ও কাজী নওশাদ দিলহাজ রাজু।
পদত্যাগকারীরা সাংবাদিকদের জানান, ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নিছার উদ্দিন ও সাধারণ সম্পাদক অহিদুল ইসলামের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছেন। ২০১৪ সালে সংগঠনের সাধারণ সভায় সাধারণ সদস্যরা নির্বাচনের দাবি জানালে সর্বসম্মতিক্রমে নির্বাচন কমিশন গঠন করা হয়। কিন্তু ষড়যন্ত্র করে সেই নির্বাচন বন্ধ করে দেয় একটি চক্র। এই প্রেক্ষিতে নতুন নির্বাচনের দাবিতে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।এদিকে লাইসেন্স হস্তান্তরজনিত কারণে নির্বাহী কমিটির আরো দুই সদস্যের পদ না থাকা ও ৯ জন সদস্য একযোগে পদত্যাগ করায় কমিটির ১১টি পদ শূন্য হলো।
ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র মতে, ২১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ১১টি পদ খালি হলে আর ওই কমিটির কার্যকারিতা থাকে না।