ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম- আল মামুন (৪৫)। তিনি নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
আজ শনিবার সকালে নবীনগর উপজেলার বিটঘর গ্রামের পরিত্যক্ত একটি জমিদার বাড়ির পাশ থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের খালা শাসছুন্নাহার বেগম (৪৫) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত রাতে আল মামুনের খালাতো ভাই জুয়েল ও মিঠুসহ একদল দুর্বৃত্ত মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তার লাশ পার্শ্ববর্তী পরিত্যক্ত একটি জমিদার বাড়ির বালাইখানার ভেতরের ছাইয়ের স্তুপের নিচ পুতে রাখে। পরে খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
নবীনগর উপজেলার শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবু কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপের চিহ্ন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান