রংপুর: দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)-এর ২০১৫-২০১৭ মেয়াদী নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের অঙ্গীকার নিয়ে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অব্যাহত রেখেছেন আব্দুল মাতলুব আহমাদ এর নেতৃত্বাধীন উন্নয়ন পরিষদ প্যানেলের নেতৃবৃন্দ।
রংপুর বিভাগে অবস্থিত ৯টি চেম্বারের কর্মকর্তা ও পরিচালকবৃন্দ এবং সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর চেম্বার ভবনের আরসিসিআই অডিটরিয়ামে ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বারের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি ও বর্তমান পরিচালক এবং রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, এফবিসিসিআই এর বর্তমান পরিচালক ও লালমনিরহাট চেম্বারের সাবেক সভাপতি মোঃ সিরাজুল হক, রংপুর চেম্বার কর্তৃক এফবিসিসিআই এর মনোনীত ডাইরেক্টর ও রংপুর চেম্বারের সাবেক সভাপতি মোঃ মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর ওমেন চেম্বারের প্রেসিডেন্ট মিসেস আনোয়ারা ফেরদৌসি পলি, গাইবান্ধা চেম্বারের প্রেসিডেন্ট মোঃ আবুল খায়ের মুরসালিন পারভেজ, কুড়িগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট চৌধুরী শফিকুল ইসলাম, নীলফামারী চেম্বারের প্রেসিডেন্ট এস,এম শফিকুল আলম (ডাবলু), লালমনিরহাট চেম্বারের প্রেসিডেন্ট আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু ও দিনাজপুর চেম্বারের প্রেসিডেন্ট মোঃ মোছাদ্দেক হোসেন ও রংপুর চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোজতোবা হোসেন রিপন।
উল্লেখ্য, আগামী ২৩ মে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র ২০১৫-২০১৭ দ্বি-বার্ষিক মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান