ডেস্ক : মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মৃত্যুদন্ড দিয়েছে দেশটির একটি আদালত। খবর এএফপি’র।
গুপ্তচরবৃত্তি এবং কারাভঙ্গ করে আসামিদের বের করে আনতে সহযোগিতার অভিযোগে শনিবার তাকে এ সাজা দেওয়া হয়।
মিশরে বিক্ষোভকারীদের ওপর সহিংস হামলায় উসকানির দায়ে এরই মধ্যে একটি মামলায় মুরসিকে ২০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
মিশরে মুসলিম ব্রাদারহুড সমর্থিত দল ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির এ নেতাকে ২০১৩ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর পর থেকে মিশর শাসন করছেন সেনাশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। মুরসির পতনের পর থেকে মুসলিম ব্রাদারহুডের নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন চালাচ্ছে স্বৈরশাসক সিসির সরকার।
সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর থেকে শত শত গণতন্ত্রকামীকে হত্যা ও হাজার হাজার নেতাকর্মীকে কারাবন্দী করার পর এখন প্রহসনের বিচারের মাধ্যমে মৃত্যুদন্ড ও দীর্ঘমেয়াদী কারাদন্ড দেয়া হচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট সিসি আদালতকে নিপীড়নের মাধ্যম হিসেবে ব্যবহার করছেন।