বাংলার খবর২৪.কম: ‘বর্তমান সরকারের সময়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ‘বর্তমান সরকারের এ জন্য এক নম্বর চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা।’
মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে আয়োজিত ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের কৌশল’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে দেশে ৩৫টি কার্যকর সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এ ছাড়া ৭৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় আইনকানুন ঠিকমতো অনুসরণ করছে না। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে তারা আদালতের দ্বারস্থ হয়।
এসব বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দুর্নীতি করে কোনো বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারবে না। মামলায় লড়েই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান এ.কে আজাদ চৌধুরী বলেন, বর্তমান
সরকারের নানা উদ্যোগের ফলে উচ্চশিক্ষা সংখ্যার দিক থেকে অনেক এগিয়েছে, কিন্তু মানের বিষয়টি নিয়ে এখনো উদ্বেগ রয়েছে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান