ডেস্ক : আন্দামান সাগরে পানির ওপর ভাসছে কাঠের একটি নৌকা। থাইল্যান্ড ও মালয়েশিয়ার মাঝামাঝি এলাকায় সেই ভাসমান নৌকায় কয়েকশ’ রোহিঙ্গা ও বাংলাদেশী অভিবাসী। চিৎকার করছে খাবারের জন্য একটু পানির জন্য। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক থমাস ফুলার অন্য আরও কয়েকজন সাংবাদিকদের সঙ্গে নিয়ে যখন নৌকাটির পাশে গেলেন, তখন নৌকাটি থেকে বেঁচে থাকার আর্তনাদ শুনেছেন। মানুষ কিছু খাদ্যের জন্য করুন আর্জি জানাচ্ছিল। চিৎকার করে তারা বলছিল, ‘দয়া করে আমাদের সাহায্য করুন, আমাদের খাবার পানি নেই, কোনো খাবার নেই, আমাদেরকে খাবার কিছু দেন।’ থাই উপকূলে গেলে উপকূলরক্ষীরা নৌকাটিকে ভিড়তে দেয়নি। নৌকাটি এখন কোহ লিফ দ্বীপের কাছে বাসছে। তবে, থাই সেনাবাহিনী এদের কিছু খাবার দিয়েছে।
মিয়ানমারের আইনশৃংখলা বাহিনীর কাছে ধরা পড়ার ভয়। তাই পালিয়ে যাচ্ছেন পাচারকারী আর ক্যাপ্টেন। সে কারণেই মানবপাচারের শিকার এসব মানুষকে বলা হয়েছে, জাহাজ থেকে নেমে যেতে। তাদের বলা হয়েছে, ক্যাপ্টেনের কাছে পিস্তল আছে। গলা-পানিতে নেমে যেতে বলা হয়েছে তাদের। না নামলে গুলি করা হবে বলেও ভয় দেখানো হয়েছে তাদের। ছয় দিন আগে তাদের ফেলে পালিয়েছে ক্যাপ্টেন ও ক্রুরা। পশ্চিম মালয়েশিয়ার উপকূল থেকে ৩০ কিমি. দূরে আন্দামান সাগরে ৯৯টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপপুঞ্জ লাংকাউয়ি। ব্যাংকক পোস্ট।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান