পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

মানব পাচার: উখিয়ার এক গ্রামেই নিখোঁজ ৩৮ যুবক

কক্সবাজার : সমুদ্রপাড়ের জেলা কক্সবাজার যেন ‘নিখোঁজ’ এলাকায় পরিণত হয়েছে। প্রায় প্রতিটি গ্রামেই স্বপ্নের মালয়েশিয়া যাত্রার নামে একাধিক ‘নিখোঁজে’র ঘটনা ঘটছে।

তেমনই একটি গ্রাম উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া পালং। এই গ্রামের ৩৮ জন যুবক দীর্ঘ আড়াই মাস ধরে সমুদ্রপথে অবৈধ উপায়ে মালয়েশিয়া যাত্রা ‘নিখোঁজ’ রয়েছেন।

কক্সবাজার-ভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) সরেজমিন প্রতিবেদন তৈরি গেলে এই তথ্য বেরিয়ে আসে। ওই এনজিওর কর্মকর্তারা ‘নিখোঁজ’ লোকজনদের খোঁজ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করেছে।

উখিয়া উপজেলায় কার্যক্রম পরিচালনাকারী স্থানীয় এনজিও ‘হেলপ কক্সবাজার’র নির্বাহী পরিচালক ও উখিয়া উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম সাংবাদিকদের জানান, মানবপাচারে জালিয়াপালং ইউনিয়নের সবচেয়ে স্পর্শকাতর গ্রাম পশ্চিম হলদিয়া পালং এবং আশপাশের কয়েকটি গ্রাম। এসব এলাকা থেকেই অন্তত ৫ হাজার মানুষ সাগরপথে পাচার হয়েছেন বলে মনে করা হয়।

তার মতে, অভাবের তাড়নায় অথবা অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার আশা নিয়ে এসকল মানুষ মাত্র ২০-৩০ হাজার টাকা অগ্রিম দালালকে দিয়ে অনিশ্চিত যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তাদের ভাগ্যে মালয়েশিয়া জুটেনি। তারা কোথায় আছেন তাও পরিবারের কেউ জানেন না।

‘হেলপ কক্সবাজার’র দেয়া তথ্য মতে, পশ্চিম হলদিয়া পালং গ্রাম থেকেই অন্তত ৩৮ জন সাগরপথে মালয়েশিয়া যাত্রা করে ‘নিখোঁজ’ রয়েছেন।

‘নিখোঁজ’ এই হতভাগ্য যুবকদের মধ্যে আছেন আবদুল বারীর ছেলে মোহাম্মদ বসু (২৮), আসমত আলীর ছেলে দিদার মিয়া (২৭), তৈয়ব আলীর ছেলে মুফিজুর রহমান (১৮), মকবুল আলীর ছেলে মোহাম্মদ (২৫), কালু মিস্ত্রির ছেলে আবছার মিয়া (১৬), নুরু রশিদের ছেলে সায়মন উদ্দিন (২১), আবদুর রশিদের ছেলে আলাউদ্দিন (১৭), ছৈয়দ আহমদের ছেলে কপিল উদ্দিন (২৫), মোহাম্মদ ছিদ্দিকের ছেলে রশিদ আহমদ (১৯), ছৈয়দ আহমদের ছেলে জামাল উদ্দিন (২২), ছব্বির আহমদের ছেলে গফুর আলম (১৪), ইমদাদ হোসনের ছেলে ইসলাম মিয়া (১৮), ফরিদ আলমের ছেলে আবুল হাসিম (২২), রশিদ আহমদের ছেলে রিফাত উদ্দিন(১৪), রশিদ আহমদের ছেলে মুহিবুল্লাহ (২১), আবদুল জলিলের ছেলে বাবুল মিয়া (১৬), শামশুল আলমের ছেলে আবুল কাশেম কালু (১৯), রহিম আলীর ছেলে বেলাল উদ্দিন (২০), আলী আহমদের ছেলে আবদুর রহিম (১৫), জাগির হোছনের ছেলে ছিদ্দিক আহমদ (২৪), ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (১৯), ফরিদ আলমের ছেলে মোজাম্মেল (১৭), হোছন আলীর ছেলে আবুল কালাম (১৮), মোহাম্মদ হাসেমের ছেলে আবদুল মালেক (২২), সাহাব মিয়ার ছেলে ওসমান গণি (১৮), আবদুল বারী ছেলে মোহাম্মদ বসু (১৯), আলী আহমদের ছেলে পেঠান আলী (১৭), আবদুল হাকিমের ছেলে আনোয়ার (১৫), পেঠান আলীর ছেলে আবদুল জলিল (২০), নুর আহমদের ছেলে আনোয়ার (১৮) ও ফকির আহমদের ছেলে আবদুস শুক্কুর (২২)।

‘হেলপ কক্সবাজার’ র নির্বাহী পরিচালক আবুল কাশেম জানান, সম্প্রতি ‘হেলপ’ উখিয়া থেকে পাচার হওয়াদের নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন তৈরিতে হাত দেয়। এই প্রতিবেদন তৈরি করতে গিয়েই ওই গ্রামের ৩৮ জন যুবক ‘নিখোঁজ’ থাকার তথ্য পাওয়া যায়।

এই এনজিও’র তথ্য মতে, জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী গ্রামের সুলতান আহমদের ছেলে আলমগীর (২৮), সুলতান আহমদের ছেলে জয়নাল (১৫), কবির আহমদের ছেলে মনজুর আলম (১৮), মোহাম্মদ হোছনের ছেলে খাইরুল আলম (২০) ও কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (২২), ছেপটখালী গ্রামের শফিকুর রহমানের ছেলে মুহিবুল্লাহসহ (২৬) ছয় জন যুবককে জনপ্রতি আড়াই লাখ টাকার চুক্তিতে পাচার করা হয়।

তিনি জানান, চোয়াংখালী গ্রামেরই ‘দালাল’ শাহজাহান ও সাইফুল ইসলাম এই ছয় যুবককে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে পাচার করেন। কিন্তু দীর্ঘ প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও ওই যুবকদের কোনো খোঁজ মিলছে না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘এই ধরনের কোনো তথ্য পুলিশের কাছে নেই। নিখোঁজ কোনো ব্যক্তির পরিবারও থানায় অভিযোগ করেননি।’

তার মতে, মানবপাচারের বিষয়টি আলোচিত হলেও তেমন কোনো পরিসংখ্যান পুলিশের কাছে নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

মানব পাচার: উখিয়ার এক গ্রামেই নিখোঁজ ৩৮ যুবক

আপডেট টাইম : ০২:৫২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০১৫

কক্সবাজার : সমুদ্রপাড়ের জেলা কক্সবাজার যেন ‘নিখোঁজ’ এলাকায় পরিণত হয়েছে। প্রায় প্রতিটি গ্রামেই স্বপ্নের মালয়েশিয়া যাত্রার নামে একাধিক ‘নিখোঁজে’র ঘটনা ঘটছে।

তেমনই একটি গ্রাম উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের পশ্চিম হলদিয়া পালং। এই গ্রামের ৩৮ জন যুবক দীর্ঘ আড়াই মাস ধরে সমুদ্রপথে অবৈধ উপায়ে মালয়েশিয়া যাত্রা ‘নিখোঁজ’ রয়েছেন।

কক্সবাজার-ভিত্তিক একটি বেসরকারি সংস্থা (এনজিও) সরেজমিন প্রতিবেদন তৈরি গেলে এই তথ্য বেরিয়ে আসে। ওই এনজিওর কর্মকর্তারা ‘নিখোঁজ’ লোকজনদের খোঁজ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরে লিখিত আবেদনও করেছে।

উখিয়া উপজেলায় কার্যক্রম পরিচালনাকারী স্থানীয় এনজিও ‘হেলপ কক্সবাজার’র নির্বাহী পরিচালক ও উখিয়া উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কাশেম সাংবাদিকদের জানান, মানবপাচারে জালিয়াপালং ইউনিয়নের সবচেয়ে স্পর্শকাতর গ্রাম পশ্চিম হলদিয়া পালং এবং আশপাশের কয়েকটি গ্রাম। এসব এলাকা থেকেই অন্তত ৫ হাজার মানুষ সাগরপথে পাচার হয়েছেন বলে মনে করা হয়।

তার মতে, অভাবের তাড়নায় অথবা অসচ্ছল পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনার আশা নিয়ে এসকল মানুষ মাত্র ২০-৩০ হাজার টাকা অগ্রিম দালালকে দিয়ে অনিশ্চিত যাত্রা শুরু করেছিলেন। কিন্তু তাদের ভাগ্যে মালয়েশিয়া জুটেনি। তারা কোথায় আছেন তাও পরিবারের কেউ জানেন না।

‘হেলপ কক্সবাজার’র দেয়া তথ্য মতে, পশ্চিম হলদিয়া পালং গ্রাম থেকেই অন্তত ৩৮ জন সাগরপথে মালয়েশিয়া যাত্রা করে ‘নিখোঁজ’ রয়েছেন।

‘নিখোঁজ’ এই হতভাগ্য যুবকদের মধ্যে আছেন আবদুল বারীর ছেলে মোহাম্মদ বসু (২৮), আসমত আলীর ছেলে দিদার মিয়া (২৭), তৈয়ব আলীর ছেলে মুফিজুর রহমান (১৮), মকবুল আলীর ছেলে মোহাম্মদ (২৫), কালু মিস্ত্রির ছেলে আবছার মিয়া (১৬), নুরু রশিদের ছেলে সায়মন উদ্দিন (২১), আবদুর রশিদের ছেলে আলাউদ্দিন (১৭), ছৈয়দ আহমদের ছেলে কপিল উদ্দিন (২৫), মোহাম্মদ ছিদ্দিকের ছেলে রশিদ আহমদ (১৯), ছৈয়দ আহমদের ছেলে জামাল উদ্দিন (২২), ছব্বির আহমদের ছেলে গফুর আলম (১৪), ইমদাদ হোসনের ছেলে ইসলাম মিয়া (১৮), ফরিদ আলমের ছেলে আবুল হাসিম (২২), রশিদ আহমদের ছেলে রিফাত উদ্দিন(১৪), রশিদ আহমদের ছেলে মুহিবুল্লাহ (২১), আবদুল জলিলের ছেলে বাবুল মিয়া (১৬), শামশুল আলমের ছেলে আবুল কাশেম কালু (১৯), রহিম আলীর ছেলে বেলাল উদ্দিন (২০), আলী আহমদের ছেলে আবদুর রহিম (১৫), জাগির হোছনের ছেলে ছিদ্দিক আহমদ (২৪), ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (১৯), ফরিদ আলমের ছেলে মোজাম্মেল (১৭), হোছন আলীর ছেলে আবুল কালাম (১৮), মোহাম্মদ হাসেমের ছেলে আবদুল মালেক (২২), সাহাব মিয়ার ছেলে ওসমান গণি (১৮), আবদুল বারী ছেলে মোহাম্মদ বসু (১৯), আলী আহমদের ছেলে পেঠান আলী (১৭), আবদুল হাকিমের ছেলে আনোয়ার (১৫), পেঠান আলীর ছেলে আবদুল জলিল (২০), নুর আহমদের ছেলে আনোয়ার (১৮) ও ফকির আহমদের ছেলে আবদুস শুক্কুর (২২)।

‘হেলপ কক্সবাজার’ র নির্বাহী পরিচালক আবুল কাশেম জানান, সম্প্রতি ‘হেলপ’ উখিয়া থেকে পাচার হওয়াদের নিয়ে একটি সরেজমিন প্রতিবেদন তৈরিতে হাত দেয়। এই প্রতিবেদন তৈরি করতে গিয়েই ওই গ্রামের ৩৮ জন যুবক ‘নিখোঁজ’ থাকার তথ্য পাওয়া যায়।

এই এনজিও’র তথ্য মতে, জালিয়া পালং ইউনিয়নের চোয়াংখালী গ্রামের সুলতান আহমদের ছেলে আলমগীর (২৮), সুলতান আহমদের ছেলে জয়নাল (১৫), কবির আহমদের ছেলে মনজুর আলম (১৮), মোহাম্মদ হোছনের ছেলে খাইরুল আলম (২০) ও কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (২২), ছেপটখালী গ্রামের শফিকুর রহমানের ছেলে মুহিবুল্লাহসহ (২৬) ছয় জন যুবককে জনপ্রতি আড়াই লাখ টাকার চুক্তিতে পাচার করা হয়।

তিনি জানান, চোয়াংখালী গ্রামেরই ‘দালাল’ শাহজাহান ও সাইফুল ইসলাম এই ছয় যুবককে সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশে পাচার করেন। কিন্তু দীর্ঘ প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও ওই যুবকদের কোনো খোঁজ মিলছে না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘এই ধরনের কোনো তথ্য পুলিশের কাছে নেই। নিখোঁজ কোনো ব্যক্তির পরিবারও থানায় অভিযোগ করেননি।’

তার মতে, মানবপাচারের বিষয়টি আলোচিত হলেও তেমন কোনো পরিসংখ্যান পুলিশের কাছে নেই।