ঢাকা : প্রতিবেশী ভারতের সঙ্গে অভিন্ন নদ-নদীর পানি বন্টনের সমস্যা অমীমাংসিত থাকায় বাংলাদেশ এখন পরিবেশ ও প্রতিবেশগত বিভিন্নমুখি বিপর্যয়ের সম্মুখীন। আলোচনার মাধ্যমে এই সংকটের সুষ্ঠু সুরাহা এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে প্রত্যাশা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)
শুক্রবার গণমাধ্যমে এক বিবৃতি দিয়ে এ প্রত্যাশার কথা জানানো হয়েছে। আগামীকাল ১৬ মে ফারাক্কা দিবস। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বিএনপি এই বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে দলটি বলছে, ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। ভারতের কাছ থেকে আন্তর্জাতিক নদী গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে এই সংকটটির প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সনের এই দিনে ঐতিহাসিক লংমার্চের সূচনা করেছিলেন।
মৃত্যুর কিছু দিন আগে প্রায় শতবর্ষী এই জননায়ক সেদিন যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন এবং জলন্ত দেশপ্রেমের প্রমাণ দিয়েছিলেন। আমাদের জাতীয় ইতিহাসে তা অবিস্মরণীয় হয়ে থাকবে।
দলটির পক্ষ থেকে বলা হয়, এই দিনে আমরা সেই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের কারণেই বাংলাদেশের পানি সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছিল।
১৯৭৬ সনের ২৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ভারতকে বাংলাদেশের সাথে আলোচনার মাধ্যমে সংকট সুরাহা করার নির্দেশনা দিয়ে একটি প্রস্তাব পাস করেছিল।
এই পটভূমিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজী দেশাই এর মধ্যে স্থাপিত সমঝোতার আলোকে ১৯৭৭ সনের ৫ নভেম্বর শুস্ক মৌসুমে গঙ্গার পানি বন্টনে গ্যারান্টি ক্লজসহ পাঁচ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রতিবেশী ভারতের সঙ্গে অভিন্ন নদ-নদীর পানি বন্টনের সমস্যা অমীমাংসিত থাকায় বাংলাদেশ এখন পরিবেশ ও প্রতিবেশগত বিভিন্নমূখী বিপর্যয়ের সম্মুখীন। আলোচনার মাধ্যমে এই সংকটের সুষ্ঠু সুরাহা এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঐতিহাসিক ফারাক্কা দিবসে সেটাই প্রত্যাশা করে বলে জানিয়েছে দলটি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান