ডেস্ক: ইরাকের রামাদি শহরের প্রধান সরকারী ভবন এবং পুলিশ কমপ্লেক্স দখল করে নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গীরা।
একের পর এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গীরা পুলিশ কমপ্লেকের দেয়াল ভেদ করতে সক্ষম হয়।
তবে পুলিশ সদর দফরের ওপর এখন ইসলামিক স্টেটের কালো পতাকা উড়ছে। এলাকার বিভিন্ন মসজিদের লাউডস্পীকার থেকে তারা তাদের বিজয়ের কথা ঘোষণা করেছে। তবে রামাদির অন্যান্য এলাকা থেকে এখনো লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।
রামাদি হচ্ছে ইরাকের সবচেয়ে বড় আনবার প্রদেশের রাজধানী। তাই ইসলামিক স্টেটের এই শহর দখলের আলাদা তাৎপর্য এবং কৌশলগত গুরুত্ব আছে।