দিনাজপুর : দিনাজপুর সদর ও বিরামপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৯৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব) সদস্যরা। তবে এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
শুক্রবার রাতে সদর উপজেলার দাইনুর বিজিবি ক্যাম্প সদস্যরা কনজকুড়িতে ও বিরামপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা শ্যামপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করে।
দিনাজপুর ফুলবাড়ি ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল কোরবান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দাইনুর বিজিবি ক্যাম্প সদস্যরা কনজকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৫০ বোতল ফেন্সিডিল আটক করে।
অন্যদিকে শুক্রবার রাত ১০টার দিকে বিরামপুর বিজিবি ক্যাম্প সদস্যরা শ্যামপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪২০ বোতল ফেন্সিডিল আটক করে। তবে উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক প্রায় তিন লাখ টাকা।