ঢাকা : বাধ্যতামূলকভাবে দেশের প্রতিটি সরকারি স্কুল ও কলেজের জন্য তৈরি হচ্ছে নিজস্ব ওয়েবসাইট।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অধিভুক্ত সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও টিটি কলেজগুলোর নিজস্ব ওয়েবসইট তৈরি করতে ইতিমধ্যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই ডোমেইন, হোস্টিংসহ ডায়নামিক ওয়েবসাইট তৈরি করে তা বোর্ডকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে।
সূত্রমতে, স্কুলগুলোর ওয়েবসাইট থেকে যাতে অভিভাবক ও শিক্ষার্থীরা মুঠোফোনে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের ফি প্রদান, অনলাইনে ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে ওয়েবসাইটে প্রয়োজনীয় সুযোগ রাখার কথা বলা হয়েছে।
শিক্ষা অধিদফতরের কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের এ সংশ্লিষ্ট ১৮টি নির্দেশনা দেয়া হয়।
তবে এই নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে মানতে হলে তৃণমূলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে নির্ধারিত সময়ে কাজ শেষ করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান