নারায়ণগঞ্জ : “বাংলাদেশে নারী নেতৃত্বের স্বর্ণযুগ চললেও আজ নারীর সম্ভ্রম রক্ষিত হচ্ছে না। নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নারীরা নির্যাতিত হচ্ছে’ বলে অভিযোগ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শুক্রবার অবস্থান কর্মসূচির ১০৯ তম দিনে নারয়ণগঞ্জের বন্দর উপজেলাধীন ফুলহর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “সন্তান কষ্টে থাকলে যেমন মা স্বস্তিতে থাকতে পারে না, তেমনি যুদ্ধ করে বাংলাদেশকে জন্ম দিয়েছিলাম বলেই দেশের এমন অবস্থার দেখে চুপচাপ ঘরে বসে থাকতে পারিনি। মানুষের বিবেক জাগ্রত করতে শান্তির দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছি। চোর-ডাকাতেরও জীবন কারও খেয়াল-খুশির উপর নির্ভর করবে না, অপরাধ করলে বিচার হবে, শাস্তি হবে এমন দেশের জন্য যুদ্ধ করেছিলাম। তেমন দেশ পাইনি বলেই শান্তির দাবি নিয়ে ঘুরে বেড়াচ্ছি মানুষের কাছে।”
তিনি বলেন, “দেশের মানুষ জ্বলে-পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে, কিন্তু দুই নেত্রীর বোধদোয় হচ্ছে না। আল্লাহ যাদেরকে কহর মেরে দিয়েছে, তারা আমার কথা শুনবেন না। আজ যদি বঙ্গবন্ধু বা জিয়াউর রহমান বেঁচে থাকতেন তবে আমার একদিনও রাস্তায় থাকতে হতো না, তারা আমার দাবি মেনে নিতেন।”
বঙ্গবীর বলেন, “বাংলাদেশে নারী নেতৃত্বের স্বর্ণযুগ চললেও আজ নারীর সম্ভ্রম রক্ষিত হচ্ছে না, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নারী নির্যাতিত হচ্ছে।”
মানুষের জান-মালের রক্ষায় সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “৫ জানুয়ারির নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে সাংবাদিকরা এত ছবি প্রকাশ করার পরেও সরকার যেভাবে কাকের মতো মুখ মুছে সবকিছু অস্বীকার করছে তাতে একথা স্পষ্ট যে, সাংবাদিকরা সক্রিয় না থাকলে সরকার এতদিনে কোটি মানুষ মেরে ফেলতো।”
বৃহস্পতিবার গাজীপুর জেলার টঙ্গীতে অবস্থান কর্মসূচি পালন করে আজ শুক্রবার সকালে থেকে তিনি নারায়ণগঞ্জে আসেন। এসময় তার সাথে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় নেতা ফরিদ আহমেদ, আবুল হোসেন, মাহবুবুর রহমান পারভেজ প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ এবং বিএনপির নেত্রীকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ২৮ জানুয়ারি থেকে মতিঝিলের ফুটপাতে অবস্থান কর্মসূচি শুরু করেন। পুলিশি হয়রানি, নেতা-কর্মীদের গ্রেফতার, শীতের প্রকোপ, ঝড়-বৃষ্টিতেও ফুটপাত থেকে সরেননি তিনি। টানা ৬৪ দিন মতিঝিলে অবস্থানের পর দেশের প্রবীণ নাগরিক, বিভিন্ন শ্রেণীপেশার মানুষের অনুরোধে সাড়া দিয়ে ২ এপ্রিল থেকে শান্তির দাবি নিয়ে সারাদেশে সফর শুরু করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান