কক্সবাজার: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাগরে ভাসমান অভিবাসীদের মধ্যে যারা বাংলাদেশি তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।
আজ শুক্রবার বিকেলে কক্সবাজারের চকোরিয়াতে হাইওয়ে পুলিশ ফাঁড়ির দু’টি নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি জানান, বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ যেহেতু এখন ভারতে, সেখানে সে কি বলেছেন তা আমাদের জানা নেই। যেহেতু তার বিরুদ্ধে দেশে হুলিয়া রয়েছে। সে অনুযায়ী তার ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, আইজিপি এ কে এম শহিদুল হক, স্থানীয় সংসদ সদস্য হাজী মোঃ ইলিয়াছ, সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও সাইমুম সরওয়ার কমল প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান