স্পোর্টস : ২০১৪ সালের মতোই বাংলাদেশ সফরে ২য় সারির দল পাঠাতে পারে ভারত। বাংলাদেশ সফরে না এসে বিশ্রামে থাকার জন্য এরই মধ্যে বিরাট কোহলি আবেদন করেছেন বোর্ডের কাছে, এমন আবেদন করেছেন আরো কয়েকজন সিনিয়র ক্রিকেটারও।
গত ডিসেম্বর থেকে টানা সিরিজ খেলতে থাকা ভারতের ক্রিকেটাররা এখন ব্যস্ত আইপিএল নিয়ে। তাই গতবারের মতো এবারও এই মুহূর্তে জাতীয় দলের বাইরে থাকা কিন্তু আইপিএলে ভাল পারফর্ম করা ক্রিকেটারদের নিয়েই গঠিত হতে পারে ভারতীয় দল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, বিসিবি থেকে অনুরোধ করা হয়েছে দর্শক আগ্রহের কথা বিবেচনা করে অন্তত কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে এই সফরে পাঠানোর জন্য।
"কোহলি বিশ্রাম চান এটা নিশ্চিত। শেষ এক বছরে অনেক সফর করেছে বলে দলের সিনিয়র খেলোয়াড়দের অনেকেই বাংলাদেশ সফর করতে চাইছে না। তাদের কয়েকজন বিশ্রাম চেয়েছে।" ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানাচ্ছে, 'কিন্তু বিসিবি টিভি দর্শকদের আগ্রহের কথা ভেবে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় অন্তত দলে রাখার কথা বলেছে। সম্ভাব্য কারা যেতে পারে সেই তালিকা আমরা এখনো করিনি।'
তবে আসলেই কি হতে যাচ্ছে, কেমন দল পাঠাচ্ছে ভারত? তা জানা যাবে শিগগিরই। সন্দিপ পাতিলের নির্বাচক কমিটি বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করবে আগামী ২০ মে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান