বাংলার খবর২৪.কম,ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় নাটকীয়ভাবে ধস নেমেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে তার এ জনপ্রিয়তায় ধস নামে। সোমবার ইসরায়েলের চ্যানেল-২তে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়, গাজা আগ্রাসন শুরুর আগে যেখানে নেতানিয়াহুর জনপ্রিয়তা ছিল ৮২ ভাগ সেখানে তা কমে এখন দাঁড়িয়েছে শতকরা ৩৮ ভাগে।
জরিপের তথ্য অনুযায়ী, নেতানিয়াহু সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বেশিরভাগ ব্যক্তি তার যুদ্ধ-ব্যবস্থাপনার দুর্বলতার কথা তুলে ধরেছেন। এর আগে আরো চারটি জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস হওয়ার চিত্র ফুটে উঠেছে।
গত ৮ জুলাই থেকে ইসরায়েল গাজার ওপর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২ হাজার ১৩৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরো প্রায় ১১ হাজার মানুষ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান