ঢাকা : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হলে চার মাসের মধ্যে ব্যাংক সুদের হার নয় শতাংশে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন আব্দুল মাতলুব আহমাদ। তিনি সংগঠনটির ২০১৫-১৭ মেয়াদের জন্য সভাপতি পদের জন্য লড়াই করছেন।
উন্নয়ন পরিষদ এর ব্যানারে নির্বাচনে অংশ নিতে ব্যবসায়ীদের প্যানেল ঘোষণা করেছেন মাতলুব। তিনি নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান।
তার নেতৃত্বাধীন প্যানেলের নির্বাচনি ইশতেহার ঘোষণা করার জন্য বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলন করা হয়। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেল সদস্যদের পরিচয় করিয়ে দেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
১৫ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন মাতলুব আহমাদ। এসময় ইশতেহারের প্রথম দফায় তিনি বলেন, ব্যবসা করার জন্য ব্যবসায়ীদের বড় বাধা ব্যাংক সুদের হার। এই ব্যাংক সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা কঠিন বাধার কাজ, কিন্তু তা সম্ভব। আমরা নির্বাচিত হলে এই পরিবর্তন আনব। সুদেরহার ৯ শতাংশে নামিয়ে আনা হবে।
এসময় শীর্ষ নিউজের পক্ষ থেকে প্রশ্ন করা হয় কিভাবে সম্ভব? এর উত্তরে সংবাদ সম্মেলনেই মাতলুব আহমাদ বলেন, আমি নির্বাচিত হলে চার মাসের মধ্যেই ব্যাংক সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনা হবে, এটা সম্ভব। তবে কিভাবে সম্ভব হবে তার কোন বিস্তারিত ব্যাখ্যা দেননি এই ব্যবসায়ী।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এফবিসিসিআইয়ের দ্বি-বার্ষিক নির্বাচনে উন্নয়ন পরিষদের ব্যানারে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেই নির্বাচনে বিজয়ী হতে চাই।
উন্নয়ন পরিষদের ঘোষিত ১৫ দফা নির্বাচনি ইশতেহারের মধ্যে আরও রয়েছে, প্রতি জেলায় শিল্প নগরী গড়ে তোলা, চেম্বারের অধীনে ট্রেড লইসেন্স প্রদানের ক্ষমতা প্রদান, টেকসই উন্নয়নের জন্য কাজ করা, সকল চেম্বারের নিজস্ব ভবন, ব্রান্ডিং বাংলাদেশ ও পর্যটন শিল্পের বিকাশের জন্য কাজ করা হবে।
এবারের নির্বাচনে অংশ নিতে চেম্বার গ্রুপ থেকে মনোয়ারা হাকিম আলী ও অ্যাসোসিয়েশন গ্রুপসহ মোট তিনটি প্যানেল তাদের প্রার্থী ঘোষণা করেছে।
উল্লেখ্য, আগামী ২৩ মে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৫-১৭ মেয়াদের জন্য পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান