(ইতালী): ব্রিজের উপর থেকে নদীতে লাফিয়ে পড়া ৫৫ বছরের এক নারীকে উদ্ধার করলো সবুই খলিফা (৩২) নামে এক বাংলাদেশি।
গত ১২ মে ২০১৫ বিকেল বেলা ট্রাততেভেরে নদীর উপরের ব্রিজ থেকে ৫৫ বছরের এক ইহুদি নারী আত্মহত্যার জন্য আনুমাণিক ৩০ ফুট নিচে পানিতে লাফিয়ে পড়ে। এ সময় সবুই খলিফা দেখতে পেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়ে বুকে আঁকড়ে ধরে নদীর এক পাশে গিয়ে উঠে। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে পড়ার আগেই এই সাহসিকতা দেখিয়ে পুলিশ প্রশাসনের কাছে সবুই খলিফা হয়ে যায় হিরো। পুলিশ তাকে জিজ্ঞেস করার পর জানতে পারে সে ইতালীতে অবৈধ। এই কাজের পুরষ্কার হিসেবে তাকে ইতালী পুলিশ প্রশাসন ( ঢ়বৎসবংংড় ফর ংড়মমরড়ৎহড় ঢ়বৎ সড়ঃরার ঁসধহরঃধৎ র) মানবিক স্টে পার্মিট দিয়ে দেয়। পুলিশ প্রশাসন শহরের মেয়র ও কাউন্সিলরের কাছে তাকে যেন সম্মানজনক নাগরিকত্ব দেয়া হয়- এই মর্মে অনুরোধ করবেন বলে জানিয়েছেন।
এদিকে গ্লোবাল ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস্ এর সভাপতি মাহমুদ আহমেদ নাঈম বলেছেন, বাংলাদেশি হিসেবে সবুই খলিফা শুধু নারীকে বাঁচায়নি, পুরো ইতালী তথা বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করেছে। তাকে অতি সত্বর তার সংগঠন থেকে সম্মাননা দেয়া হবে বলে তিনি জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান