বগুড়ার শাজাহানপুরে মামাকে ফাঁকি দিয়ে মামীকে নিয়ে উধাও হয়েছে এক ভাগিনা। ঘটনাটি ঘটেছে ১৩ মে বুধবার উপজেলার কামারপাড়া গ্রামে।
এলাকাবাসি সুত্রে জানাগেছে, উপজেলার কামারপাড়া গ্রামের আকছার আলীর ছেলে আবদুল মোমিন (৩০) ৬ বৎসর পুর্বে বিয়ে করে বৃ-কুষ্টিয়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে লতাকে।
এক বছর পর জন্ম নেয় এক মেয়ে সন্তান। স্ত্রী, সন্তান নিয়ে সুখেই চলে তাদের জীবন। এদিকে আবদুল মোমিন একজন চা বিক্রেতা হওয়ায় শাহনগর হাটে তার দোকানে চা পান করতে আসতো একই গ্রামের আবদুস সামাদের ছেলে ইব্রাহীম (১৯)।
প্রতিদিনের চা পান আর মজার মজার গল্পে মোমিন ইব্রহীমকে বানায় ধর্মের ভাগিনা।
আত্মীয়তার এই সম্পর্ক নিয়ে ইব্রাহীম প্রায়ই যাতায়াত করে মোমিনের বাড়ীতে। মামীকে দেখার নাম করে ইব্রাহীম আর লতার সম্পর্ক দিনে দিনে মামী-ভাগিনার সম্পর্ক পেরিয়ে রুপ নেয় গভীর থেকে গভীরতর।
চলে হৃদয়ের আদান-প্রদান। শুধু তাই নয়, মোমিন যখন চা বিক্রি করতে চায়ের ষ্টলে থাকে ইব্রাহীম তখন চলে আসে মামীর কাছে। পাড়া-পড়সির দৃষ্টির সীমানা পেরিয়ে বিষয়টি মোমিন জানতে পারলে ৫ বছরের অবুঝ শিশুকে রেখে ইব্রাহীমের হাত ধরে ১৩ মে পলায়ন করে অজানার উদ্দেশ্যে।
ঘটনাটি নিয়ে এলাকায় শুরু হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান