আমি একইসাথে দুইজনের সাথে প্রেম করছি, এটা কি আসলেই খারাপ? আমি আসলে বোঝাতে চাই ছেলেরা যদি একইসাথে ৩-৪ টা প্রেম করতে পারে তাহলে নারী হিসেবে আমি পারব না কেন? তাছাড়া বিষয়টাতে আমি আনন্দও পাই। সেক্ষেত্রে কেন এটি করা শোভনীয় না।
-প্রেম বা প্রেমে পড়া বিষয়টি খুবই সাধারণ একটি বিষয়। আমরা সবাই কমবেশি প্রকৃতিগতভাবেই বিষয়টিতে জড়িয়ে থাকি। প্রেম করা কখনই খারাপ না। কিন্তু আমাদের চারপাশে সমাজ বলে একটি বিষয় আছে যা আমরা মানুষেরাই নিজেদের মঙ্গলের নিমিত্তে তৈরি করেছি। সেক্ষেত্রে এমন কিছু করা অবশ্যই আপনার জন্য অমঙ্গলকর যা সমাজের রীতি বিরুদ্ধ।
আপনি বলছেন আপনি একইসাথে দুটি প্রেম করছেন এবং আপনি বিষয়টি বেশ উপভোগও করছেন। কিন্তু ভালোভাবে খেয়াল করে দেখুন তো বিষয়টি আপনার আশেপাশের সমাজের রীতিবিরুদ্ধ। আপনি ছেলেদের সাথে তুলনা করছেন? ছেলেরাও এখন আর প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারে না। আর যদি প্রেমও করে থাকে তা এক ধরনের অপরাধ। কারণ সে একইসাথে দুজনকে কষ্ট দিচ্ছে।
সুতরাং বলা যায় প্রকৃতিগতভাবে মানুষের মন অনেক কিছুই করতে চায় কিন্তু করতে চাওয়া সবকিছু তার জন্য হিতকর নাও হতে পারে। তাই এমন কিছু করুন যা আপনার এবং আপনার পরিবারের জন্য মঙ্গলকর। ধন্যবাদ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান