ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনও কোনো দল টানা দুবার শিরোপা জিততে পারেনি। সেই ‘ঐতিহ্য’ বজায় রেখে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও। রিয়ালের মাঠে সেমিফাইনালের ফিরতি লেগ ১-১ গোলে ড্র করায় ফাইনাল নিশ্চিত হয়ে গেছে জুভেন্টাসের। আগামী ৬ জুন বার্লিনের ফাইনালে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ বার্সেলোনা।
গত সপ্তাহে জুভেন্টাসের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগ ২-১ গোলে হেরে যাওয়ায় বুধবার রাতে জিততেই হতো রিয়ালকে। সান্তিয়াগো বার্নাব্যুতে ২৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে এগিয়ে জয়ের স্বপ্নও দেখছিল প্রতিযোগিতার রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়নরা।
কিন্তু শেষ হাসি হাসতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ৫৭ মিনিটে রিয়ালের সাবেক খেলোয়াড় আলভারো মোরাতার গোল সমতা ফেরায় ম্যাচে। এরপর বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল আর করতে পারেনি রিয়াল। তাই দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে অগ্রগামিতা এক যুগ পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে গেছে জুভেন্টাসকে।