রাঙ্গামাটি : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও ইউএনডিপি প্রতিনিধিসহ ১৬ সদস্যবিশিষ্ট একটি দল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জেলা পরিষদে বুধবার দুপুর ২টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে রাষ্ট্রদূতদের পক্ষে হেড অব ডেলিগেশন পিয়ারে মায়াউধন তাদের এই সফরের উদ্দেশ্য খুলে বলেন।
তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরবর্তী সময়ে ইউএনডিপির মাধ্যমে ইইউ পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে যে সব উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছে, সেগুলোর অগ্রগতি জানতেই এই সফর।
চলতি বছরেই ইউএনডিপির বর্তমান কার্যক্রম শেষ হওয়ার কথা।
পিয়ারে মায়াউধন বলেন, ভবিষ্যতে পুনরায় ইউএনডিপির মাধ্যমে কারিগরী শিক্ষা, খাদ্য নিরাপত্তা এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা উন্নয়নে পার্বত্য চট্টগ্রামে কাজ করার পরিকল্পনা রয়েছে ইইউ-এর।
আলোচনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইনিংটন গিবসন, ডেনমার্কের রাষ্ট্রদূত, স্পেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন কারিন মেকডোনাল্ড, ইতালীর রাষ্ট্রদূত মারিও পালমা এবং ইইউ ডেলিগেশনের এ্যাটাশে ফেব্রিজিও অংশ নেন।
বৈঠকে অংসুই প্রু চৌধুরী বলেছেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্যসেবা উন্নয়ন, প্রাথমিক শিক্ষার উন্নয়ন, কৃষি এবং পরিষদের সক্ষমতা বৃদ্ধিতে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে।
জেলায় দারিদ্র বিমোচন কর্মসূচি ও আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা কামনা করেন অংসুই প্রু।
শিরোনাম :
রাঙ্গামাটি জেলা পরিষদে ইইউ রাষ্ট্রদূতদের বৈঠক
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৭:০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫
- ১৫০৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ