বাংলার খবর২৪.কম: ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ওয়ানডেতেও হেরে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। ৩৩৯ রানের জবাবে ৮ উইকেটে ২৪৭ করেই গুটিয়ে যায় টাইগাররা।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ডোয়াইন ব্রাভো আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্রাভো এবং রামদিন ২৫৮ রানের বিশাল জুটি গড়েন। নির্ধারিত ৫০ ওভার শেষে তাদের সংগ্রহ হয় ৩৩৮ রান।
জিততে হলে বাংলাদেশকে করতে হবে ৩৩৯ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আগের ম্যাচে ৭০ রানে অলআউট হওয়া বাংলাদেশের। প্রথম ওভারেই বিদায় নেন এনামুল হক আর দ্বিতীয় ওভারে ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে মুশফিকের ৯৯ রানের জুটি স্বস্তি ফেরায়। কিন্তু অর্ধশতকে পৌঁছানোর পর তামিম বোল্ড হয়ে যান।
সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা মুমিনুল হক ফেরেন মাত্র ৫ রান করে। পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সঙ্গে ৫৫ রানের জুটি করেন মুশফিক। শেষ দিকে মাহমুদুল্লাহ, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা পরাজয়ের ব্যবধানই কমিয়েছে কেবল।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ৩৩৮/৭ (সিমন্স ৬, গেইল ৬, ড্যারেন ব্র্যাভো ১২৪, রামদিন ১৬৯, পোলার্ড ১০, স্যামি ১০, ডোয়াইন ব্র্যাভো ৩*, হোল্ডার ০, নারাইন ০*; আল-আমিন ৪/৫৯, মাহমুদুল্লাহ ১/৪৮, মাশরাফি ১/৬৯, রাজ্জাক ১/৭৬)
বাংলাদেশ: ৫০ ওভারে ২৪৭/৮ (তামিম ৫৫, এনামুল ০, ইমরুল ১, মুশফিক ৭২, মুমিনুল ৫, মাহমুদুল্লাহ ২৭, নাসির ২৬, সোহাগ ২৪, মাশরাফি ১৫*, রাজ্জাক ৫*; রামপল ৪/২৯, নারাইন ১/৩১, ডোয়াইন ব্র্যাভো ১/৩২, হোল্ডার ১/৪৭, রোচ ১/৪৮)
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান