ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ৩১ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকডজন শ্রমিক।
বুধবার ম্যানিলার উত্তরাঞ্চলে ভেলেনজুয়েলা শহরের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিখোঁজ শ্রমিকরাও আগুনে পুড়ে অঙ্গার হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রশাসনিক কর্মকর্তারা।
দমকলকর্মীদের বরাত দিয়ে ভেলেনজুয়েলা শহরের মেয়র রেক্স গ্যাচালিয়ান সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের সঙ্গে সঙ্গেই ক’জন বেরোতে পারলেও অগ্নিকাণ্ডের পর সেখানে আর কোনো শ্রমিককেই জীবিত পাওয়া যায়নি।
তিনি জানান, কারখানা ভবনের প্রবেশপথে ঝালাইয়ের কাজ (ওয়েল্ডিং) করার সময় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো কারখানায় ছড়িয়ে যায়।
স্বজনরা জানিয়েছেন, কারখানার অগ্নিকাণ্ডে অন্তত ৬২ জন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
জেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মার্শাল উইলবার্তো রিকো নেইল কোয়ান জানান, কারখানার দ্বিতীয় তলায় আগুন নেভাতে গিয়ে তিনি ‘অনেক মৃতদেহ’ পড়ে থাকতে দেখেছেন। তবে, এগুলো এতো বীভৎসভাবে পুড়েছে যে সেগুলো আর চেনা যাচ্ছে না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান