চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়ায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মো. জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর মেম্বার (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে নগরীর মইজ্যারটেক এলাকায় সড়ক অবরোধ করেছে তার অনুসারীরা।
বুধবার বিকেল পৌনে ৪টার দিকে জাহাঙ্গীর মেম্বারকে গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ। এর পরপরই তার অনুসারীরা সড়ক অবরোধ করে। এসময় দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী ও পথচারী। এবং সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সড়ক থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে।’
গত ৩ মে শিকলবাহা ২২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে পাথর সরবরাহ নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একপক্ষে নেতৃত্ব দেয় জাহাঙ্গীর আলম ও তার অনুসারী ক্যাডাররা।
পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম কর্ণফুলী থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে পটিয়া, কর্ণফুলীসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা আছে। এলাকায় পণ্যবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজি, জমি দখল, কর্ণফুলী নদীপথে নৌকায় করে চোরাচালানিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জাহাঙ্গীর আলম জড়িত বলে পুলিশের কাছে তথ্য আছে। এলাকায় সরকারি অফিসে ঠিকাদারি এবং ব্যক্তিমালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলোতে পণ্য সরবরাহের কাজও নিয়ন্ত্রণ করে জাহাঙ্গীর। তার অনুমতি ছাড়া কেউ সরকারি-বেসরকারি অফিসে কাজ করতে গেলে জাহাঙ্গীর তার ক্যাডারদের মাধ্যমে হুমকি দেয় বলেও পুলিশের কাছে তথ্য আছে।