ডেস্ক : চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মাঠে গড়াবে টোয়েন্টি২০ ক্রিকেটের আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসর। তবে এই আসরে আগের ফ্র্যাঞ্চাইজিদের না থাকার সম্ভাবনাই বেশি। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন তার বেক্সিমকো কার্যালয়ে কথা বলেছেন সংবাদ মাধ্যমের সঙ্গে। সেখানেই বিপিএলসহ আরও নানা বিষয় উঠে এসেছে তার বক্তব্যে। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর এবং ভারত সফর নিয়েও কথা বলেছেন বিসিবি সভাপতি। তিনি জানিয়েছেন, আগামী বছর কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত সফরের বিষয়টি চূড়ান্ত কিনা? এ প্রশ্নে পাপন বলেছেন, ‘সামনের বছর একটি টেস্ট খেলতে কলকাতায় যাব আমরা। ম্যাচটি হবে ইডেন গার্ডেনে।’
ডিসেম্বরে অনুষ্ঠিতব্য বিপিএলের কাঠামোগত অনেক পরিবর্তন হবে। এই ব্যাপারে ব্যাখ্যা দিতে গিয়ে পাপন বলেছেন, ‘আগের ফরম্যাটে আসর আয়োজন আমাদের দেশের প্রেক্ষাপটে সম্ভব নয়। প্রতি বছরে ২০ কোটি টাকা বিনিয়োগ করতে হয় প্রতিটি দলকে। আমরা চিন্তা করলাম, এমন একটা কাঠামো করা উচিত যেখানে কারোই সমস্যা হবে না।’
আগের ফ্র্যাঞ্চাইজিদের থাকার সম্ভাবনা কতটুকু— এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘যারা বকেয়া টাকা পরিশোধ করেনি তাদের থাকার সম্ভাবনা কমই। তবে এই ব্যাপারে বোর্ড সিদ্ধান্ত নেবে। এদের মধ্যে কেউ যদি টাকা পরিশোধ করে, সেক্ষেত্রে চিন্তা করা হবে। এবং আমি মনে করি, এই ফ্র্যাঞ্চাইজিদের মধ্যেও অনেকে ক্রিকেট ভালবাসে।’
নতুন ফ্র্যাঞ্চাইজির খোঁজে সাড়া পাচ্ছেন কিনা? উত্তরে তিনি বলেছেন, ‘খেলাকে যারা ভালবাসে, খেলাতে যারা বিনিয়োগ করতে চায়, তাদেরকেই গুরুত্ব দেওয়া হবে। সেক্ষেত্রে আগের ফ্র্যাঞ্চাইজি থেকে কেউ থাকতেও পারে।’
ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ সফরে আসার সম্ভাবনা কতটুকু? এ প্রশ্নে তিনি বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিষয়ে এখনও কোনো কিছু ফাইনাল হয়নি। ওনারা চাচ্ছে ৫টি টোয়েন্টি২০ খেলতে। আমরা বলেছি, ২টি ওয়ানডে খেলতে হবে। তা না হলে আমরা খেলতে আগ্রহী নই।’
বিপিএলে বিদেশী খেলোয়াড় পাওয়ার সম্ভাবনা কতটুকু? এর উত্তরে তিনি বলেছেন, ‘সবগুলো দেশের জাতীয় দলের খেলোয়াড় পাওয়া কঠিন হয়ে যাবে। কেননা, সবারই তো ব্যস্ত সিডিউল।’
পাকিস্তানের বিপক্ষে টেস্টের রেজাল্ট স্বাভাবিক কিনা? এ প্রশ্নে পাপন বলেছেন, ‘টেস্টে আমরা অনেক পেছনে। পাকিস্তানের বিপক্ষে খুলনায় সেকেন্ড ইনিংসে বাংলাদেশ যে ব্যাটিং করল, সবাই খুশি। কিন্তু আমি খুশি নই। টেস্ট খেলার মানসিকতাই আমাদের কারো নেই। আমাদের টেস্টনির্ভর কিছু ব্যাটসমান দরকার। আমরা টেস্টের জন্য ভাল দল নই। আমাদের অনেক উন্নতি করতে হবে। আমার বিশ্বাস, আগামী ১ বছরের মধ্যে আমরা ভাল একটি টেস্ট টিমও হতে পারব।’
পাকিস্তানে যাওয়ার ব্যাপারে কোনো কথা হয়েছে কিনা— এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমাদের যাওয়ার ব্যাপারটা ক্লোজ করেই খেলতে এসেছে পাকিস্তান দল। জিম্বাবুয়ে যাচ্ছে ভাল কথা। আমি খুশি, ওখানে ক্রিকেট হচ্ছে। তবে বাংলাদেশ যাচ্ছে না এটা নিশ্চিত। মেয়েদের টিম যেতে পারে। ওরাই চাচ্ছে খেলতে। ওদের হয়তো যাওয়ার সুযোগ দিব।’
বিপিএলে পাকিস্তানের খেলোয়াড় আসার সম্ভাবনা আছে কিনা? উত্তরে বিসিবি সভাপতি বলেছেন, ‘পাকিস্তান না আসার কোনো কারণ নেই।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান