ঢাকা : সরকারের কার্যক্রমকে শুধু নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে না দেখে ইতিবাচকভাবেও দেখার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মন্ত্রী বলেন, ‘খালি অংশ নয়, গ্লাসের ভরাটুকুও দেখুন। খোলা চোখে তাকালেই দেখবেন, দেশ এগিয়ে যাচ্ছে, গণমাধ্যম প্রসারিত হচ্ছে, গণতন্ত্র মজবুত হচ্ছে। বেগম খালেদা জিয়ার চোখ দিয়ে দেখলে শুধু খালি অংশ দেখা যাবে।’
রাজধানীর একটি হোটেলে অনলাইন পোর্টাল বাংলা ট্রিবিউনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশ নয়, খালেদা জিয়ার সাম্প্রদায়িকতার অন্ধকার জগত ছোট হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তার (বেগম জিয়ার) আক্ষেপ এ কারণেই, দেশের জন্য উনার কোনো আক্ষেপ নাই।’
‘এখন নষ্ট সময় নয়। নষ্ট সময় ছিল তখন, যখন রাজাকারেরা মন্ত্রী হয়েছিল, শহীদ মিনার ভাঙা হয়েছিল, পীরের মাজারে বোমা নিক্ষিপ্ত হয়েছিল। এখন সুসময়। এখন যুদ্ধাপরাধীরা ফাঁসির কাঠগড়ায় যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে।’ বলে যোগ করেন ইনু।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, বাংলা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক জুলফিকার রাসেল, প্রতিষ্ঠানের সাংবাদিক-কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান