ব্রাহ্মণবাড়িয়া: লেবাননের রাজধানী বৈরুতে প্রতিপক্ষের গুলিতে সজীব শিকদার (২৩) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় গত রোববার রাত নয়টার দিকে মর্মান্তিক এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে। তবে তার পরিবারের লোকজন সোমবার বিকেলে জানতে পারেন। নিহত সজীব শিকদারের বাবার নাম শামসু শিকদার। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর হরষপুর গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। নিহত সজীবের মামা আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমির হোসেন সজিব নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লেবাননে বসবাসরত তার এক ভগ্নিপতি (নিহতের খালু) মোবাইল ফোনে ফোন করে তাদের এ খবর জানিয়েছেন। নিহত সজীব শিকদার লেবাননে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সেখানে দলের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তিনি নিহত হয়েছে তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান