ঢাকা: স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদার দাবিতে এক চিকিৎসককে ৮ ঘণ্টা আটকে রেখে পিটিয়ে আহত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। আহত চিকিৎসককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার সকালে ডা. হারুন উর রশিদ মিটফোর্ড হাসপাতালে চাকরীর প্রথম কর্মদিবসে দায়িত্ব পালন করতে আসেন। সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১০১ নম্বর কক্ষে দায়িত্ব পালনের সময় ছাত্রলীগের সভাপতি উৎপল দাস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শাওন দাসসহ ১০-১২ জন ছাত্রলীগ নেতাকর্মী তাকে টেনেহিঁচড়ে ইন্টার্ন হোস্টেলে নিয়ে যান। পরে নীচতলার একটি কক্ষে ডা. হারুন উর রশিদকে আটকে রেখে মারধর করা হয়। পরে রাত ৮টার দিকে তাকে কক্ষ থেকে বের করে হোস্টেলের বাইরের রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।
ড. হারুন অভিযোগ করেছেন, উৎপল দাস বেশ কয়েকবার তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদার টাকা না দিয়ে কাজে যোগ দেওয়ায় তাকে মেরেছেন বলে তিনি জানান।
এ বিষয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান সাংবাদিকদের বলেন, ‘ছাত্রলীগের অন্তদ্বন্দ থেকে উৎপল দাসরা তাকে মারধর করেছেন। ডা. হারুনও ছাত্রলীগের রাজনীতি করতেন বলে জানিয়েছেন তিনি।’
এ ব্যাপারে কোতোয়ালী থানার ডিউটি অফিসার জানান, হাসপাতালের চিকিৎসককে আটকে রেখে মারধরের কোনো সংবাদ আমরা পাইনি। আর এ সংক্রান্ত কোনো অভিযোগ থানায় কেউ করে নাই।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান