বগুড়া: বগুড়ার শেরপুরে একটি বাড়ি ও এ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার দিনগত রাত অনুমান ১২টা ৪০ মিনিটের দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন ধুনটমোড় সরকারি খাদ্যগুদামের বিপরীত পাশে অবস্থিত শেরপুর ডিগ্রি কলেজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের প্রভাষক আশেফ ইকবাল শাহিনের মালিকানাধীন বসতবাড়ি ও মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
মার্কেটের মালিক আশেফ ইকবাল শাহিন জানান, আগুন লাগার আগমুহূর্ত পর্যন্ত কাজের জন্য ধুনটমোড় এলাকায় অবস্থান করছিলেন। পরে খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে এসে আগুন দেখতে পান।
বাড়ির সামনে অংশে নির্মিত মার্কেটের একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে তিনি জানিয়েছেন।
এতে মার্কেটের ২টি দোকান ও তার পাঁচ কক্ষ বিশিষ্ট বাড়ির সবকিছুসহ দি নিউ এজ টিউটোরিয়াল হোম নামে একটি কোচিং সেন্টারের যাবতীয় আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান