ডেক্স: ভারত অধ্যূষিত জম্মু-ও কাশ্মীরে অতিরিক্ত যাত্রীবোঝাই বাস পাহাড়ি সড়ক থেকে ছিটকে নিচে পড়ে প্রায় ২৪ জন নিহত এবং ৪৯ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
সোমবার অতিরিক্ত যাত্রীবোঝাই করে দুদুলাট্টি এলাকা থেকে উধমপুর যাওয়ার পথে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে বাসটি তিনশ ফুট পাহাড়ি খাদে পড়ে যায়।
উধমপুরের ডেপুটি কমিশনার ইয়াশা মুডগাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ১২ জন নারী এবং দুইজন শিশু রয়েছে। আর আহতদের মধ্যে ছয়জনকে হেলিকপ্টারে করে জম্মু সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ দুর্ঘটনায় বাসের চালক শ্যাম লালও (৫৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় শোক প্রকাশ করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান