কক্সবাজার : সেন্টমার্টিনের অদূরে ১৩০ জন যাত্রী নিয়ে ভাসছে মালয়েশিয়াগামী একটি ট্রলার।
ভুট্টো নামের চকরিয়া উপজেলার এক যাত্রী ওই ট্রলার থেকে মোবাইল ফোনে অন্য একটি বোট পাঠিয়ে তাদের উদ্ধার করার অনুরোধ জানান।
ভুট্টো মোবাইল ফোনে বলেন, ট্রলারটিতে ২২ জন রোহিঙ্গা নারী রয়েছে। আর বাকি সবাই বাংলাদেশি।
তিনি আরো জানান, নৌ-বাহিনীর ভয়ে ট্রলারটি সেন্টমার্টিনে ভিড়ছে না।
ওই ট্রলার মালিকের নাম জনৈক হাসেম ও মাঝির নাম নবী হোসেন বলেও দাবি করেন তিনি।
বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করলে চট্টগ্রাম ইস্ট্রার্ন জোনের কমান্ডার লে. শহিদুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্তবর্তী সীতা পাহাড় নামক স্থানটি মিয়ানমার এলাকায় হওয়ায় সেখানে গিয়ে অভিযান পরিচালনা করা কঠিন। তবে বিষয়টি নজরে রাখা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান