বাংলার খবর২৪.কম,নীলফামারী : উজানের ঢলে আবারো উত্তাল হয়ে উঠেছে তিস্তা। তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে সকাল ৬টা থেকে তিস্তার পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ৩০সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘন্টায় তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত ছিল মাত্র ১৭ মিলিমিটার। এর আগে তিস্তার পানি প্রবাহিত হয়েছিল বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে।
পুনরায় তিস্তা গর্জে উঠায় তিস্তারপাড়ের ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ১০ হাজার পরিবারের ঘরবাড়ি বানের পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ আবারো ঘরবাড়ি ছেড়ে নিরাপদে চলে গেছে। এছাড়া আমন রোপা ক্ষেত বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকরা নানাবিধ টেনশনে রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইশপুকুরচর, কিসামত ছাতনাই, চর খরিবাড়ি, ছোটখাতা, বানপাড়া ঝাড়শিঙ্গেরশ্বর, বাঘেরচর, টাবুর চর, ভেন্ডাবাড়ী, ছাতুনামা, হলদিবাড়ী, একতারচর, ভাষানীর চর, পূর্বছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, গয়াবাড়ী, খালিশাচাঁপানী, ঝুনাগাছ চাঁপানী, গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী, কৈমারী এলাকায় পানির ব্যাপক স্রোত।
ভাষানীর চরের আবুল কাশেম জানান, গত ৭ দিন পর তিস্তার উজানের ঢলের চাপে ভাষানীর চরের ১৫ একর আবাদী জমি নদী গর্ভে বিলিন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন জানায়, বন্যার পানিতে ১৫০ হেক্টর আমন ক্ষেত তলিয়ে গেছে। তবে ২-৩ দিনের মধ্যে বন্যার পানি নেমে গেলে আমন ধানের ক্ষতি হবে না।
পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, উজানে ভারত নেপাল ও চীনে বন্যা হচ্ছে। ধারণা করা হচ্ছে সেই বন্যার পানি কোন না কোন ভাবে তিস্তা এসে বন্যার সৃষ্টি করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান