ঢাকা: ব্যর্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ইংল্যান্ডের লেবার পার্টি নেতা মিলিব্যান্ডের পদাঙ্ক অনুসরণ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ ঢাকা মহানগরের আয়োজনে ‘বাংলাদেশ-ভারত ছিটমহল চুক্তি এবং ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনী টিউলিপ সিদ্দিকীর বিজয় উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
হাছান মাহমুদ বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়া, তিনটি সিটি নির্বাচনে পরাজয় এবং হরতাল অবরোধের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করার জন্য খালেদার পদত্যাগ করা উচিৎ।’
তিনি বলেন, ‘নেতাকর্মীরা এখনও মনে করেন ৫ জানুয়ারির নির্বাচন না করে বিএনপি হিমালয়সম ভুল করেছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে হাছান মাহমুদ বলেন, ‘৯২ দিনে যতগুলো পেট্রোলবোমা হামলা হয়েছে তার প্রত্যেকটির দায়-দায়িত্ব আপনার। ইতোমধ্যে তার বিরুদ্ধে একটি বোমা হামলার মামলার চার্জশিট দেয়া হয়েছে। আমি পুলিশ বাহিনীকে অনুরোধ জানাব, প্রত্যেকটি পেট্রোলবোমা হামলার চার্জশিট দেয়ার।’
বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘বি-মানে বাংলাদেশ, এন-মানে নালিশ আর পি-মানে পার্টি। বিএনপি মানে বাংলাদেশ নালিশ পার্টি।’
‘আওয়ামী লীগ ভারতের দালালি করে’ খালেদা জিয়ার এমন দাবির প্রেক্ষিতে হাছান মাহমুদ বলেন, ‘আমরা কারো দালালি করি না। আমরা ভারতের সঙ্গে সুস্পর্কের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করি। আমরা ইতোপূর্বে গঙ্গার পানির ন্যায্য হিস্যা, সমুদ্রসীমা আদায় এবং বর্তমানের বিজেপি সরকারের সময় ভারতের কাছ থেকে সীমান্ত চুক্তি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি।’
সীমান্ত চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে কূটনৈতিক সাফল্যের পরও খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন হাছান মাহমুদ।
ব্রিটিশ পার্লামেন্টে যেসব বাংলাদেশি নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন না জানানোর জন্য খালেদার জিয়ার সমালোচনা করেন তিনি।
বাংলাদেশ স্বাধীনতা পরিষদের ঢাকা মহানগর সভাপতি মো. শাহাদাত হোসেন টয়েলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, সুজিত রায় নন্দি, অরুন সরকার রানা প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান