সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে অনুপ্রেবেশ ও অনৈতিক কাজের দায়ে দুই ছাত্রী ও এক ছাত্রকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার রেজিস্টার স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে ঝুলানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ছাত্র জামাল হোসেন সবুজ, ওই বিভাগের একই বর্ষের ছাত্রী কামরুন্নাহার ও আকলিমা বেগম। এর মধ্যে সবুজকে আজীবন ও অপর দুই ছাত্রীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় ‘অর্ডিন্যান্স ফর স্টুডেন্ট’ বিধি অনুযায়ী তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ জানুয়ারি জামাল হোসেন সবুজ বোরকা পরে সিকৃবির সুহাসিনী দাশ ছাত্রী হলে প্রবেশ করে অনৈতিক কাজে লিপ্ত হয়। পরে ঘটনাটি জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সবুজসহ তিনজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান