বাংলার খবর২৪.কম: ভোলার বিস্তীর্ণ এলাকার অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে এ অবস্থা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকালে এসব এলাকা প্লাবিত হয়।
পানি উন্নয়ন র্বোড জানিয়েছে, দৌলতখান উপজেলার হাজিপুর, মেদুয়া, মদনপুর, ভবানীপুর ও সৈয়দপুর, তজুমদ্দিনের সোনাপুর, মনপুরার দক্ষিণ সাকুচিয়া, উত্তর সাকুচিয়া, মনপুরা ও চরফ্যাশনের মাদ্রাস, আসলামপুর, হাজারীগঞ্জ, কুকরী-মুকরী ও ঢালচর ইউনিয়ন প্লাবিত হয়েছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হেকিম জানান, মেঘনার পানি বিপদসীমার ৩ দশমিক ৬৪ মিটার উপরে প্রবাহিত হওয়ায় তৃতীয় দফায় এসব এলাকা প্লাবিত হয়েছে। তবে জোয়ার চলে গলে পানি নেমে যাবে।
তিনি বলেন, প্রবল জোয়ারের কারণে ভোলা শহর রক্ষা বাঁধ চরম ঝুঁকির মধ্যে পড়েছে। বাঁধের বেশকিছু স্থান জরাজীর্ণ থাকায় যেকোনো সময় ধসে যাওয়ার আশংকা রয়েছে।
মেদুয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলম জানান, ইউনিয়নের নেয়ামতপুরসহ বাঁধের বাইরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান