ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে আটলান্টায় সড়কের উপর বিধ্বস্ত হয়েছে সী বিমান। গতকাল সংঘটিত এ দুর্ঘটনায় পাইলটসহ চার আরোহী মারা গেছে।
আটলান্টার ২৮৫ নম্বর মহাসড়কে পিচট্রি ইন্ডাস্ট্রিয়াল ব্লু বার্ডে একটি পাইপার পি এ -৩২ বিমান বিধ্বস্ত হয়ে এ্যাসভিল নর্থ ক্যারোলিনার অধিবাসী গ্রেগ বার্ড, তার দুই ছেলে যথাক্রমে ক্রীস্টপার ও ফিলিপ এবং ভাবি পুত্রবধূ জ্যাকি ক্লজার নিহত হন। অক্সফোর্ড মিসিসিপি যাত্রা পথে আটলান্টাস্থ ডিক্যাব পিচট্রি এয়ার পোর্ট থেকে জ্বালানি নিয়ে উড্ডয়নের পরপরই তাদের প্রাইভেট সী বিমান পাইপার পি এ -৩২ এ যান্ত্রিক ক্রুটি দেখা দিলে বিমানটি ডিক্যাব পিচট্রি এয়ারপোর্টের অনতিদূরে মহাসড়ক ২৮৫-এর পিচট্রি ইন্ডাস্ট্রিয়াল ব্লু বার্ডে ভেঙে পড়ে। বিমানে তাদের একটি পোষা কুকুর মারা যায়। বিমানটি গ্রেগ বার্ড নিজেই চালাচ্ছিলেন। জ্যাকি ক্লজারের সাথে ছেলে ক্রীস্টপারের সাথে আগামী অক্টোবরে বিবাহ বন্ধনের কথা ছিল।
মহাসড়ক ২৮৫ এর ইস্ট বাউন্ডে বিমান দুর্ঘটনায় পতিত হলে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময়ে ওয়েষ্ট বাউন্ড সচল ছিল। বেলা সোয়া ২টার দিকে ইস্ট বাউন্ডে পুনরায় চালু হয়। দুর্ঘটনায় তাদের বিমানটিই বিধ্বস্ত হয়েছে অন্যকোন যানবাহন বা স্থানীয় কারো কোন ক্ষতি হয়নি বলে ডিক্যাব কাউন্টি ফায়ার সার্ভিস কর্তৃক জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান