ফেনী: ফেনী শহরের সুলতানপুরে ফের প্রতিবন্ধীকে হত্যা চেষ্টা ঘটনার অভিযোগ ৪৮ঘন্টা পরও মামলা হিসেবে নথিভুক্ত করেনি ফেনী মডেল থানা পুলিশ। এতে নিরাপত্তা হীনতায় দিন কাটছে প্রতিবন্ধী পরিবারটি । পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ২০ জুন ফেনী সদর সুলতানপুর গ্রামের প্রতিবন্ধী তুষার কান্তি বসাকের পরিবারের এক মাত্র কর্মক্ষম ছেলে জুটন সরকারকে সম্পত্তির বিরোধের জের ধরে চাচা নির্মল সরকার ২০ হাজার টাকায় ভাড়া করা সন্ত্রাসী দিয়ে খুন করিয়ে লাশ পুকুরে ঢুবিয়ে রাখে। এ ঘটনায় নির্মল সরকারকে পুলিশ হেফাজতে নেওয়ার পর উচ্চ আদালতে তথ্য গোপন করে জামিনে মুক্তি নিয়ে বিভিন্ন সময় মামলার বাদী তুষার কান্তিকে হত্যার চেষ্টা চালায়। এ বিষয়ে পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত পরিবারটি আদেন করে আসছে। জুটন খুনের ঘটনায় পুলিশ তদন্ত শেষে নির্মল সরকারকে প্রধান আসামী করে মামলার চার্জশীট দায়ের করে। বৃহস্পতিবার সকালে কোন কিছু বুঝে উঠার পূর্বেই নির্মল সরকার ও তার ভাড়া করা কিলার ওসমান তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিবন্ধী রিপনের উপর আক্রমণ করে। অল্পের জন্য রিপন প্রাণে রক্ষা পেলেও নির্মল সরকার ও তার ভাড়া করা সন্ত্রাসী ওসমানের ধারালো অস্ত্রের আঘাতে রিপনের শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। তার আত্মচিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এসে রিপনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।
এ ব্যাপারে আহত রিপনের পিতা তুষার কান্তি সরকার বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করলেও পুলিশ অজ্ঞাত কারণে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত বা কোন আসামী গ্রেফতার করেনি। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে মামলা হিসাবে অন্তর্ভুক্ত করা হবে। তবে আসামি গ্রেফতারের বিষয়ে কোন সদ উত্তর দিতে পারেনি। অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। অপরদিকে মামলা প্রত্যাহার করতে অপরাধীদের হুমকি-ধমকি অব্যাহত রয়েছে বলে দাবী করেছে পরিবারটি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান