ডেস্ক: মুম্বাই এর কালবাদেবীতে বিল্ডিং ধসের ঘটনায় দুই ফায়ার সার্ভিস কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শনিবার মুম্বাইয়ের কালবাদেবীতে এ ঘটনা ঘটে।
এ ঘটনা এক বরিষ্ঠ নাগরিক তার দুই মেয়ে এবং এক নাতনীসহ ফায়ার সার্ভিসের তিন কর্মকর্তা আহত হয়েছে।
সূত্রানুযায়ী, দুই জন ফায়ার সার্ভিস কর্মকর্তা এখনও ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়ে আছে। এ ধসের ঘটনায় ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা সুনীল নেসরিকারের মুখ ঝলসে গেছে বলেও জানা গেছে। তাকে উদ্ধার করে বাইকুল্লার একটি হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় বার্নস সেন্টারে স্থানান্তর করতে বলেন।
জাতীয় বার্ন সেন্টারের চিকিৎসক সুনীল কেশওয়ানী বলেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা এস জি আমিন ও সুনীল নেসরিকারকে স্থানীয় হাসপাতাল থেকে স্থানান্তর করে এনে জাতীয় বার্ন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান