বাংলার খবর২৪.কম: রাজধানীর দুই সিটি কর্পোরেশনের আওতাধীন ১৯টি অস্থায়ী কোরবানীর পশুর হাটের মধ্যে ৮টির পুনঃদরপত্র আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ডিএনসিসি’র ৩টি এবং ডিএসসিসি’র ৫টি অস্থায়ী কোরবানীর পশুর হাট রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিএনসিসি’র ৩টি অস্থায়ী কোরবানীর পশুর হাটের পুনঃদরপত্রে আবেদনের শেষ সময় ২ সেপ্টেম্বর। এসব হাটগুলো হচ্ছে খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্প, উত্তরা আজমপুর সরকারী প্রাইমারী স্কুল মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ।
ইতোমধ্যে এ অঞ্চলের যে ৫টি হাটের দরপত্র সম্পন্ন হয়েছে সেগুলো হলো- আগারগাঁও বস্তির খালি জায়গা, মিরপুর সেকশন ওয়ার্ড-৬ ইস্টার্ন হাউজিংযের খালি জায়গা, বারিধারা-জে ব্লকের খালি জায়গা, উত্তরা ১১ ও ১৩ নং সেক্টরের সোনারগাঁও জনপথ সংলগ্ন খালি জায়গা, বনানী-কাকলী রেলওয়ে সংলগ্ন খালি জায়গা।
আর ডিএসসিসি’র ৫টি অস্থায়ী কোরবানীর পশুর হাটের পুনঃদরপত্রে আবেদনের শেষ সময় ৩ সেপ্টেম্বর।
এসব হাটগুলো হচ্ছে- ঝিগাতলা হাজারীবাগ মাঠ, গোলাপবাড় মাঠের পাশে সিটি করপোরেশনের আদর্শ স্কুল মাঠ ও আশপাশের খালি জায়গা, লালবাগস্থ মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ ও তৎসংলগ্ন বেড়িবাঁধের খালি জায়গা ও আশপাশের এলাকা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার সংলগ্ন মৈত্রীসংঘের মাঠ, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় হতে দক্ষিণ দিকে বুড়িগঙ্গা নদীর বাঁধ সংলগ্ন জায়গা।
এছাড়া এ অঞ্চলের যেসব হাটগুলোর টেন্ডার শেষ হয়েছে সেগুলো হচ্ছে- রহমতগঞ্জ খেলার মাঠ, মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, ধূপখোলার ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহম্মদ জানান, ডিএসসিসির ১১টি হাটের মধ্যে ৫টি হাটের কাঙ্খিত মূল্য পাওয়া যায়নি। তাই এগুলোর পুনঃটেন্ডার আহ্বান করা হয়েছে।
তিনি জানান, পশুর হাটের ইজারা নিয়ে বিভিন্ন সময় করপোরেশনগুলোতে নানা বিশৃঙ্খলা হলেও এবার তা হয়নি। ফলে আমরা যাচাই বাছাই করে ইজারাদার বাছাই করতে পারছি। এছাড়া হাটগুলোর ইজারা মূল্যও বেশ সন্তুষজনক বলে জানান তিনি