ডেস্ক : সামরিক শক্তি বাড়াচ্ছে বেইজিং। বিশ্বযুদ্ধের মত বড় ধরনের যুদ্ধেও দেশটির যেন পরাজয় না ঘটে এমন লক্ষকে সামনে রেখেই এ শক্তি বাড়ানো হচ্ছে। পাশাপাশি চীনের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি।
চীনের পিপলস লিবারেশন আর্মি ডেইলি’র সম্পাদকীয় নিবন্ধে এ কথা বলা হয়েছে। বেইজিং’এর সামরিক শক্তি বাড়ানোর সাম্প্রতিক পরিকল্পনার প্রতি সমর্থন দেয়া হয়েছে দীর্ঘ এ নিবন্ধে। এতে বলা হয়, দুর্বল দেশে সামরিক বাহিনীর অবক্ষয় ঘটে; এতে পরাজয়ের মুখে পড়তে হয়। এ ছাড়া, সামরিক শক্তির অবক্ষয় ঘটলে দেশের নিরাপত্তার ক্ষেত্রে গভীর প্রভাব পড়ে বলেও এতে উল্লেখ করা হয়।
চীনা দৈনিকটি আরো বলেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতির কারণে স্টিলথ জঙ্গি বিমান বানানো এবং উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে বেইজিং।
এ ছাড়া, চীনের সামরিক শক্তি বাড়লে তা আঞ্চলিক ও বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠার যে অভিযোগ করা হয় এ সম্পাদকীয়তে তা নাকচ করে দেয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান