বাংলার খবর২৪.কম,চাঁদপুর: জেলার মেঘনা নদীর পুরানবাজার এলাকায় অপর একটি জাহাজের ধাক্কায় এমভি চিতলমারী নামে একটি মালবাহী কার্গোডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় কার্গোতে থাকা ১২জন তীরে উঠতে পেরেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে আসে সিমেন্টের ক্লিংকারবোঝাই এমভি চিতলমারী নামের কর্গোটি। মেঘনার পুরানবাজার এলাকায় পৌঁছালে এমভি হেকমত নামে অপর একটি জ্বালানি তেলবাহী কার্গো চিতলমারীকে ধাক্কা দেয়। এসময় চিতলমারী কার্গোটির তলা ফেটে নদীতে ডুবে যায়। স্থানীয়দের সহায়তায় ১২ জন তীরে উঠতে সক্ষম হয়।
খবর পেয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া কার্গোটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. ফরিদুল ইসলাম মনির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।