ডেস্ক : ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি রুপা হক, টিউলিপ সিদ্দিকী ও রুশনারা আলী।
এ জয়ের মাধ্যমে তারা ব্রিটেন পার্লামেন্টে জায়গা করে নিলেন।
লেবার পার্টির প্রার্থী রূপা হক পেয়েছেন ২২,০০২ ভোট। আর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১,৭০১ ভোট।
লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লেবার পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ দলের সাইমন মারকাসকে ১,১৩৮ ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন।
রুশনারা আলী প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে নির্বাচিত হয়েছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান