ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের উপর হামলা চালিয়ে গ্রেফতার হওয়া পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনরা। এতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুঁড়লে পাঁচ হামলাকারী গুলিবিদ্ধ হয় এবং আহত হয় দুই এসআইসহ পাঁচ পুলিশ সদস্য।
গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামের মনুর বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলাকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয় বাচ্চু মিয়ার ছেলে শাহেব মিয়া (১৮), রবি আলীর ছেলে হেলাল মিয়া (১৯), অসি আলীর ছেলে আবু শাহ (৫৫), ছাদু মিয়ার ছেলে যাদু মিয়া (৩৫) ও তমুজ উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া (৪৫)।
হামলাকারীদের তান্ডবে আহত হয় সরাইল থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, মোঃ মসিহুর রহমান, সহকারি উপ-পরিদর্শক মোঃ শাহজাহান, কন্সটেবল মোঃ আলা উদ্দিন ও মোঃ শহিদুল ইসলাম। এরা সবাই সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে।
এ ঘটনায় পুলিশ ছাদু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে দশজন পুলিশ সদস্য শাহজাদাপুর গ্রামে অভিযান চালায়। তারা মনুর বাড়ি থেকে সৈয়দ আলীর ছেলে গোলাপ খাঁ (৩৫), সমর খাঁ (৫৩), নায়েব খাঁ (৪০), আইয়ুব খাঁ (৪৮) ও তার ছেলে রেজন মিয়া (১৯) কে গ্রেফতার করে থানার উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় ছাদু মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক পুলিশের উপর হামলা চালায়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আরশাদ জানান, হামলাকারীদের মাথায় ছিল বিশেষ ধরনের হেলমেট ও বুকে ছিল বুলেটপ্রুফ এক ধরনের ষ্টীল। গ্রামে গোষ্ঠীগত দাঙ্গার সময় এরা এ গুলো ব্যবহার করে থাকে। হামলাকারীরা পুলিশকে পিটিয়ে ওই পাঁচ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আত্মরক্ষার্থে পুলিশ ১৮ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে।
তিনি আরো জানান, পুলিশের কর্তব্য কাজে বাঁধা ও মারধর করে আসামি ছিনিয়ে নেওয়া গর্হিত কাজ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান