ঢাকা : ভারতের লোকসভায় বহু প্রতীক্ষিত সীমান্ত বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার লোকসভায় বিল পাসের সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর ফোন আসে বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোনে খবর জানিয়ে টুইটও করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদী লিখেছেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হল। ঐতিহাসিক এই মুহূর্তে তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালাম।”
১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তির আওতায় ছিটমহল বিনিময়ে বাংলাদেশের দিক থেকে সব প্রক্রিয়া সারা হলেও তা আটকে ছিল ভারতের দিকে।
ভূমি ছাড়তে হলে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল। কংগ্রেস সরকার প্রক্রিয়া শুরু করার পর নরেন্দ্র মোদীর বর্তমান সরকারের প্রচেষ্টায় সেই উদ্যোগ সফল হল।
ছিটমহল বিনিময়ে ভারতের সংবিধান সংশোধনের প্রস্তাব বুধবার রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়। এর একদিনের মাথায় লোকসভায়ও তা পাস হল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান