অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত Logo বাউফলে ইউএনও’র বিচারের দাবীতে মানববন্ধন! Logo পাটগ্রাম সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক Logo মোটরসাইকেল দুর্ঘটনায় নিলয় চন্দ্র নামে এক যুবক নিহত Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ

ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু

লন্ডন: শুরু হয়ে গেছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গণনা। রাত ১১ টার দিকে এ কার্যক্রম শুরু হয় । এর আগে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫০,০০০ পোলিং স্টেশনের মাধ্যমে প্রায় ৫০ মিলিয়ন রেজিস্টার্ড ভোটার গণ রাত ১০ টা পযন্ত তাদের ভোট প্রয়োগ করতে থাকে । এর মধ্যে অনেকেই ভোট প্রদান করেছেন ডাক যোগে। গত ২০১০ সালের নির্বাচনে ১৫% ভোট ডাক যোগে দেয়া হয়েছিলো। এবার আরো বেশী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রথমবারের মতো অনলাইনেও ভোটার রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু হয়েছে এ বছর।

৬৫০ আসনের এমপি পদের জন্য ভোটাররা আজ ভোট দিচ্ছেন, সেই সাথে বেড ফোর্ড, কোপল্যান্ড, ম্যানসফিল্ড, লেস্টার, মিডলসবারা, টরবির মেয়র পদের নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হচ্ছে এবং ঐ সব এলাকার ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের সাথে মেয়রও নির্বাচন করবেন।

ইতোমধ্যেই ডেভিড ক্যামেরন, এড মিলিব্যান্ড, নাইজেল ফারাজ, নিক ক্লেগ, নিকোলাস স্ট্রুজান, নাটালি ব্যানেট, প্লেট কিমরোজ, লিন উড নিজ নিজ আসনে ভোট প্রদান করেছেন সকাল সকাল।

এ ছাড়াও ২৭৯টি স্থানীয় সংস্থার ৯,০০০ এর অধিক কাউন্সিলের নির্বাচনও আজ একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। ভোট যথারীতি চলছে।

২২ টি আসন নির্বাচনের ফল প্রভাবান্বিত করবে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে উইরাল ওয়েস্ট, ওয়েস্ট মিডল্যান্ডস, ডনকাস্টার নর্থ, কার্লাইল, শেফিল্ডস হাল্লাম, ওয়ারিংটন সাউথ, সিটি অব চেস্টার, এনফিল্ড নর্থ, ফিঞ্চলে এন্ড গোল্ডার্স গ্রিন, বেডফোর্ড, থর্ণব্যারি এন্ড ইয়েট, উইটনী, থোরাক, ক্লাকটন, থানেট সাউথ, ওক্সব্রিজ এন্ড রূইসিপ সাউথ, ক্রয়ডন সেন্ট্রাল, সেন্ট আইভস- এই ২২ আসন হলো সুইং ভোটারদের আসন।

এই ২২ টি সিটের ভোটাররা যে দলকে ভোট দিবেন, তারাই সরকার গঠনে এগিয়ে যেতে পারবেন।

এসব আসনের নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্ধারিত আছে-

Houghton and Sunderland South

Expected declaration: 11pm

Kirkcaldy and Cowdenbeath

Expected declaration: 2am to 2.30am

Thornbury and Yate

Expected declaration: 2am to 2.30am

City of Chester

Expected declaration: 2.30am to 3am

Bedford

Expected declaration: 3am to 3.30am

Carlisle

Expected declaration: 3am to 3.30am

Croydon Central

Expected declaration: 3am to 3.30am

Thurrock

Expected declaration: 3am to 3.30am

Enfield North

Expected declaration: 3.30am to 4am

Broxtowe

Expected declaration: 3.30am to 4am

Loughborough

Expected declaration: 3.30am to 4am

Doncaster North

Expected declaration: 4am to 4.30am

Sheffield Hallam

Expected declaration: 4.30am to 5am

Witney

Expected declaration: 4.30am to 5am

Clacton

Expected declaration: 4.30am to 5am

Inverness

Expected declaration: 5am to 6am

Wirral West

Expected declaration: 5am to 6am

Warrington South

Expected declaration: 5am to 6am

Finchley and Godlers Green

Expected declaration: 5am to 6am

South Thanet

Expected declaration: 6am

Uxbridge and Ruislip South

Expected declaration: 6am

St Ives

Expected declaration: 1pm Friday

বিবিসি, স্কাই, আইটিভি এবং অন্যান্য চ্যানেলগুলো রাত ১০টা থেকে অর্থাৎ ভোট প্রদান বন্ধ হওয়ার পর থেকেই, নির্বাচনী কাভারেজ শুরু করবে, যদিও দিনব্যাপী নানা পর্যালোচনা থাকছে। কিন্তু ভোট প্রদান নিয়ে কোন মন্তব্য বা বক্তব্য থাকছেনা-আইনী বাধ্যকতা হেতু।

ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরে অত্যন্ত শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে। লোকজন নিজ নিজ ভোটাধিকার নির্বিঘেœ প্রয়োগ করতে পেরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করছেন ।

নির্বাচনী যতো পন্ডিত এবং পুল জরিপ ছিলো সকাল ৭টার আগে থেকে নির্বাচনী আইন মেনে বন্ধ হয়ে গেছে। যাতে নির্বাচনে জনগণ স্বাধীন এবং অবাধভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেন।

তবে গতকাল পর্যন্ত সর্বশেষ নির্বাচনী জরিপ আর পন্ডিতদের ভাষ্য অনুযায়ী দেখা গেছে, বিগত কয়েক দশকের ইতিহাসে ব্রিটেন প্রথমবারের মতো ঝুলন্ত এক পার্লামেন্টের ইঙ্গিত প্রদান করছে। তবে উপরে উল্লেখিত ২২টি সুইং আসনকে কেন্দ্র করে কনজারভেটিভ এবং লেবার ভিন্ন ভিন্ন ষ্ট্র্যাটেজী নিয়ে মাঠে ছিলো প্রচারণার সময়। ক্যামেরন সুইং এই আসনগুলো টার্গেট করে নিজে সফর করেছেন এবং নতুন নতুন আশার বাণী শুনিয়েছেন। মিলিব্যান্ডও একই পথে হেটেছেন। প্রশ্ন হলো দুজনের বিশাল আশার বিপরীতে টাকা বা ফান্ড আসবে কোথা থেকে ?

ইতোমধ্যে টেলিগ্রাফ নির্বাচনী জরিপের মূল্যায়ন করতে গিয়ে ব্রিটেনের জনগণের জীবন মান স্বচ্ছ ও অবারিত রাখতে ডেভিড ক্যামেরনকে ভোট দেয়ার আহবান জানিয়েছে। একই ভাবে ইভনিং ষ্ট্যান্ডার্ডও জানিয়েছে।

বাংলাদেশী প্রার্থীদের মধ্যে রোশনারা, টিউলিপ, রূপা, মিনা, আনোয়ার বাবুল, ম্যারিনাসহ শেষ খবর পাওয়া পর্যন্ত নিজ নিজ আসনে ভোট প্রদান করেছেন।

টিউলিপকে নিয়ে আওয়ামীলীগ যেভাবে মাঠে থেকেছে, নিরপেক্ষ ভোটারদের কাছে কিছুটা ইমেজ সংকট এনে দিয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। এই একটি মাত্র ইমেজ সংকট ছাড়া টিউলিপ সুইং ও মার্জিন ভোটের কল্যাণে এগিয়ে যাবেন, রোশনারার জনপ্রিয়তা অপ্রতিদ্বন্ধি, আর রূপা শেষ মুহূর্তে রাজনৈতিক ষ্ট্যান্ট নিয়ে ভোটের মাঠে বাজিমাত করে দিয়েছেন। মিনা রহমান সাধ্যমতো এগিয়ে আছেন। আর আনোয়ার বাবুল, ম্যারিনা, আনহার ভালো ভোট টানবেন বুঝাই যাচ্ছে।

Salim932@googlemail.com

07th May 2015, London.

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু

আপডেট টাইম : ০১:৪৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০১৫

লন্ডন: শুরু হয়ে গেছে ব্রিটেনের সাধারণ নির্বাচনের ভোট গণনা। রাত ১১ টার দিকে এ কার্যক্রম শুরু হয় । এর আগে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৫০,০০০ পোলিং স্টেশনের মাধ্যমে প্রায় ৫০ মিলিয়ন রেজিস্টার্ড ভোটার গণ রাত ১০ টা পযন্ত তাদের ভোট প্রয়োগ করতে থাকে । এর মধ্যে অনেকেই ভোট প্রদান করেছেন ডাক যোগে। গত ২০১০ সালের নির্বাচনে ১৫% ভোট ডাক যোগে দেয়া হয়েছিলো। এবার আরো বেশী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে প্রথমবারের মতো অনলাইনেও ভোটার রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু হয়েছে এ বছর।

৬৫০ আসনের এমপি পদের জন্য ভোটাররা আজ ভোট দিচ্ছেন, সেই সাথে বেড ফোর্ড, কোপল্যান্ড, ম্যানসফিল্ড, লেস্টার, মিডলসবারা, টরবির মেয়র পদের নির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হচ্ছে এবং ঐ সব এলাকার ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের সাথে মেয়রও নির্বাচন করবেন।

ইতোমধ্যেই ডেভিড ক্যামেরন, এড মিলিব্যান্ড, নাইজেল ফারাজ, নিক ক্লেগ, নিকোলাস স্ট্রুজান, নাটালি ব্যানেট, প্লেট কিমরোজ, লিন উড নিজ নিজ আসনে ভোট প্রদান করেছেন সকাল সকাল।

এ ছাড়াও ২৭৯টি স্থানীয় সংস্থার ৯,০০০ এর অধিক কাউন্সিলের নির্বাচনও আজ একই দিনে অনুষ্ঠিত হচ্ছে। ভোট যথারীতি চলছে।

২২ টি আসন নির্বাচনের ফল প্রভাবান্বিত করবে বলে মনে করা হচ্ছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে উইরাল ওয়েস্ট, ওয়েস্ট মিডল্যান্ডস, ডনকাস্টার নর্থ, কার্লাইল, শেফিল্ডস হাল্লাম, ওয়ারিংটন সাউথ, সিটি অব চেস্টার, এনফিল্ড নর্থ, ফিঞ্চলে এন্ড গোল্ডার্স গ্রিন, বেডফোর্ড, থর্ণব্যারি এন্ড ইয়েট, উইটনী, থোরাক, ক্লাকটন, থানেট সাউথ, ওক্সব্রিজ এন্ড রূইসিপ সাউথ, ক্রয়ডন সেন্ট্রাল, সেন্ট আইভস- এই ২২ আসন হলো সুইং ভোটারদের আসন।

এই ২২ টি সিটের ভোটাররা যে দলকে ভোট দিবেন, তারাই সরকার গঠনে এগিয়ে যেতে পারবেন।

এসব আসনের নির্বাচনী ফলাফল ঘোষণার সময় নির্ধারিত আছে-

Houghton and Sunderland South

Expected declaration: 11pm

Kirkcaldy and Cowdenbeath

Expected declaration: 2am to 2.30am

Thornbury and Yate

Expected declaration: 2am to 2.30am

City of Chester

Expected declaration: 2.30am to 3am

Bedford

Expected declaration: 3am to 3.30am

Carlisle

Expected declaration: 3am to 3.30am

Croydon Central

Expected declaration: 3am to 3.30am

Thurrock

Expected declaration: 3am to 3.30am

Enfield North

Expected declaration: 3.30am to 4am

Broxtowe

Expected declaration: 3.30am to 4am

Loughborough

Expected declaration: 3.30am to 4am

Doncaster North

Expected declaration: 4am to 4.30am

Sheffield Hallam

Expected declaration: 4.30am to 5am

Witney

Expected declaration: 4.30am to 5am

Clacton

Expected declaration: 4.30am to 5am

Inverness

Expected declaration: 5am to 6am

Wirral West

Expected declaration: 5am to 6am

Warrington South

Expected declaration: 5am to 6am

Finchley and Godlers Green

Expected declaration: 5am to 6am

South Thanet

Expected declaration: 6am

Uxbridge and Ruislip South

Expected declaration: 6am

St Ives

Expected declaration: 1pm Friday

বিবিসি, স্কাই, আইটিভি এবং অন্যান্য চ্যানেলগুলো রাত ১০টা থেকে অর্থাৎ ভোট প্রদান বন্ধ হওয়ার পর থেকেই, নির্বাচনী কাভারেজ শুরু করবে, যদিও দিনব্যাপী নানা পর্যালোচনা থাকছে। কিন্তু ভোট প্রদান নিয়ে কোন মন্তব্য বা বক্তব্য থাকছেনা-আইনী বাধ্যকতা হেতু।

ভোট কেন্দ্রের বাইরে এবং ভিতরে অত্যন্ত শান্তি-শৃঙ্খলা বিরাজ করছে। লোকজন নিজ নিজ ভোটাধিকার নির্বিঘেœ প্রয়োগ করতে পেরে স্বস্তি ও আনন্দ প্রকাশ করছেন ।

নির্বাচনী যতো পন্ডিত এবং পুল জরিপ ছিলো সকাল ৭টার আগে থেকে নির্বাচনী আইন মেনে বন্ধ হয়ে গেছে। যাতে নির্বাচনে জনগণ স্বাধীন এবং অবাধভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেন।

তবে গতকাল পর্যন্ত সর্বশেষ নির্বাচনী জরিপ আর পন্ডিতদের ভাষ্য অনুযায়ী দেখা গেছে, বিগত কয়েক দশকের ইতিহাসে ব্রিটেন প্রথমবারের মতো ঝুলন্ত এক পার্লামেন্টের ইঙ্গিত প্রদান করছে। তবে উপরে উল্লেখিত ২২টি সুইং আসনকে কেন্দ্র করে কনজারভেটিভ এবং লেবার ভিন্ন ভিন্ন ষ্ট্র্যাটেজী নিয়ে মাঠে ছিলো প্রচারণার সময়। ক্যামেরন সুইং এই আসনগুলো টার্গেট করে নিজে সফর করেছেন এবং নতুন নতুন আশার বাণী শুনিয়েছেন। মিলিব্যান্ডও একই পথে হেটেছেন। প্রশ্ন হলো দুজনের বিশাল আশার বিপরীতে টাকা বা ফান্ড আসবে কোথা থেকে ?

ইতোমধ্যে টেলিগ্রাফ নির্বাচনী জরিপের মূল্যায়ন করতে গিয়ে ব্রিটেনের জনগণের জীবন মান স্বচ্ছ ও অবারিত রাখতে ডেভিড ক্যামেরনকে ভোট দেয়ার আহবান জানিয়েছে। একই ভাবে ইভনিং ষ্ট্যান্ডার্ডও জানিয়েছে।

বাংলাদেশী প্রার্থীদের মধ্যে রোশনারা, টিউলিপ, রূপা, মিনা, আনোয়ার বাবুল, ম্যারিনাসহ শেষ খবর পাওয়া পর্যন্ত নিজ নিজ আসনে ভোট প্রদান করেছেন।

টিউলিপকে নিয়ে আওয়ামীলীগ যেভাবে মাঠে থেকেছে, নিরপেক্ষ ভোটারদের কাছে কিছুটা ইমেজ সংকট এনে দিয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারণা। এই একটি মাত্র ইমেজ সংকট ছাড়া টিউলিপ সুইং ও মার্জিন ভোটের কল্যাণে এগিয়ে যাবেন, রোশনারার জনপ্রিয়তা অপ্রতিদ্বন্ধি, আর রূপা শেষ মুহূর্তে রাজনৈতিক ষ্ট্যান্ট নিয়ে ভোটের মাঠে বাজিমাত করে দিয়েছেন। মিনা রহমান সাধ্যমতো এগিয়ে আছেন। আর আনোয়ার বাবুল, ম্যারিনা, আনহার ভালো ভোট টানবেন বুঝাই যাচ্ছে।

Salim932@googlemail.com

07th May 2015, London.