ঢাকা : তিন সিটি নির্বাচনে নির্বাচন কমিশন পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেন, সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিকে খাদে ফেলার অপরাধে তদন্তের মাধ্যমে নির্বাচন কমিশনের বিচার হওয়া উচিত।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘ভোটাধিকার নির্বাচনী ব্যবস্থা ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক এক মতবিনিময় সভায় সুজন সম্পাদ এ সব কথা বলেন।
তিনি বলেন, ‘এই কমিশনের পূনর্গঠন করতে হবে। এ কমিশন দিয়ে ভবিষ্যতে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে না।’
সিটি নির্বাচনের ভোটকে ‘পোস্টমর্টেম’ করার দাবি জানিয়ে বদিউল আলম বলেন, ‘এতে খতিয়ে দেখা যাবে নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিন কী কী ঘটেছে।’
তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগেই মোটামুটি নিশ্চিত ছিলাম নির্বাচন সুষ্ঠু হবে না। এই দেশে আর কোনো সুষ্ঠু নির্বাচন হবে কিনা আমার জানা নেই।’
তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, ‘আমি ক্ষমতাসীনদের নির্বাচন দেয়ার কোনো কারণ বুঝতে পারলাম না; সরাসরি মেয়র নিয়োগ দিলে পারতেন। কারণ, বর্তমান সরকার খুবই শক্তিশালী। সকল কিছুই তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তার পরেও এ রকম নির্বাচন কেন?’
তিনি বলেন, ‘এ রকম নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণিত হয়, এই সরকার মারাত্মক ভীতু। তারা নিরাপত্তাহীনতায় ভূগছে। কারণ জনগণ তাদের সঙ্গে নেই।’
আনু মুহাম্মদ বলেন, ‘এরকম একটি নির্বাচনের পরেও কিছু সংখ্যক বুদ্ধিজীবী বলে- নির্বাচন সুষ্ঠ হয়েছে। এ রকম অবস্থায় আমাদের গণতন্ত্র কোথায় প্রশ্ন থেকেই যায়?’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থী জুনায়েদ সাকি বলেন, ‘আমি আশাও করিনি নির্বাচন সুষ্ঠু হবে। ২৮ এপ্রিল নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার প্রমাণ করলো, তাদের অধীনে কোনো ধরনের নির্বাচন সুষ্ঠ হতে পারে না।’
ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নেয়া যুব ইউনিয়নের সভাপতি ক্বাফি রতন বলেন, ‘এই নির্বাচন কমিশন ভোট বিতরণ কমিশন। আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রাখে কাকে কত ভোট দিবে। এই সিটি নির্বাচনে আবারো তার প্রমাণ পেলাম।’
তিনি বলেন, ‘দেখা গেছে যে কেন্দ্রে আমার কোনো এজেন্ট ছিল না সেই কেন্দ্রে আমাকে দেয়া হয়েছে কিছু ভোট। অথচ যে কেন্দ্রে আমার এজেন্ট ছিল সেখানে আমার ভোট শূন্য।’
ঢাকা মহানগর দক্ষিণে মেয়র প্রার্থী বজলুর রশিদ ফিরোজ বলেন, মূলত দুটি কারনে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় না। তার মধ্যে একটি কারণ হলো- হয়তবা সরকার তাকে ততটুটু ক্ষমতা দেয় না যে ক্ষমতা সে প্রশাসনের ওপর প্রয়োগ করবে।’
‘আর দ্বিতীয়টি হলো- সরকারের সরাসরি পক্ষ নিয়ে তাদের নির্লজ্জ দালালি করা। আমার মনে হয় দ্বিতীয়টিই সত্য। কারণ, তারা তো অনেক শিক্ষিত; দায়িত্ব পালন করতে না পারলে সরে দাঁড়াতে পারে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আয়োজক সংগঠনের কেন্দ্রীয় নেত্রী বহ্নি শিখা জামালী এবং আয়োজক সংগঠন সমর্থিত সিটি নির্বাচনে অংশ নেয়া কয়েকজন কাউন্সিলর প্রার্থী।