কুমিল্লা : কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে এক প্লাটুন (৬০ জন) সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে নির্বাচনের পরদিন (৭ মে-১০ মে) পর্যন্ত সেনাবাহিনীর ৬টি সেকশন দাউদকান্দি নির্বাচনী এলাকায় স্টাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়াও র্যাবের ৪টি টিম বিজিবি ২ প্লাটুন, গোয়েন্দা সংস্থা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
দাউদকান্দি উপজেলা নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার বিভোর কুমার বিশ্বাস এই তথ্য জানান।
তিনি জানান, আগামী ৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।