সুনামগঞ্জ: সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বজ্রাঘাতে গত তিন মাসে ২১ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।
সুনামগঞ্জের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এলাকাবাসী ও অনুসন্ধানে জানা গেছে এসব তথ্য।
গত ২৮ মার্চ শনিবার তাহিরপুর উপজেলার পুরানঘাট গ্রামের সিরাজুল ইসলাম (১৩), বড়গোপটিলা গ্রামের শাহজালাল মিয়া (৪০) বজ্রাঘাতে মারা যান। এ ঘটনায় আহত হন আরো চারজন। গত ২৯ মার্চ ধর্মপাশা উপজেলার দক্ষিণউড়া গ্রামের আলী হোসেন (১৬) মারা যান, এঘটনায় আরো ২ জন আহত হন।
১লা এপ্রিল বুধবার জামালগঞ্জ উপজেলার পাকনার হাওড়ে হঠামারা গ্রামের আবুবকর (৬৫) মারা যান, আহত হন আরো ৫ জন। গত ৫ এপ্রিল রবিবার তাহিরপুর উপজেলার অলিপুর (বাগগাঁও) গ্রামের সুমন মিয়া (১৬) নামের এক কিশোর মারা যায়, আহত হয় আরো ২ জন।
১৭ এপ্রিল দিরাই উপজেলার রননারচর গ্রামের জ্ঞানেন্দ্র দাস (৬২), ভরারগাঁও গ্রামের জমসেদ মিয়া (৪২),নগদীপুর (ছয়হারা) গ্রামের শামছুল হক (৩২), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামের জুয়েল মিয়া (১৭), জামালগঞ্জের গজারিয়া গ্রামের বাঁধন মিয়া (৩২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপুর গ্রামের মিলাদ মিয়া (২০) পৃথক বজ্রাঘাতে মারা যান। এ ঘটনায় আহত হন আরো ৩ জন।
১৮ এপ্রিল সুনামগঞ্জ সদর উপজেলার পাঠানবাড়ি এলাকার আব্দুল মজিদ (৪৫) মারা যান। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আজিজুর রহমান (৪০) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের গিয়াস উদ্দিন (২০) মারা যান। এ ঘটনায় আহত হন আরো ৭ জন। ১লা মে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের উর্ধ্বপাড়া গ্রামের আব্দুল কাদির (২০), সরমঙ্গল ইউনিয়নের মাহতাবপুর গ্রামের হরিভক্ত দাস (৪৫), রাজানগর ইউনিয়নের অনন্তপুর গ্রামের রাজু মিয়া (২১) এবং ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার শিবরামপুর গ্রামের আব্দুল জলিল (৫০) এবং তাহিরপুর উপজেলার কোনাটছড়া গ্রামের বাসির মিয়ার স্ত্রী রাশেদা বেগম (৪০) বজ্রাঘাতে নিহত হন। সর্বশেষ গতকাল ৭ মে বৃহস্পতিবার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের হুসেন আলী (৫০),ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মাসুয়াকান্দা গ্রামের নজরুল ইসলাম (২৬) পৃথক বজ্রাঘাতে নিহত হন। এ ঘটনায় তাহিরপুর, ধর্মপাশা ও সুনামগঞ্জ সদর উপজেলায় আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান